ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

ভন্ড পীর বাবাদের চাটুকারিতায় বেড়ে যাচ্ছে সামাজিক


জাগো বন্দর ২৪. নিউজঃভন্ড পীর বাবাদের  চাটুকারিতায় বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় 


এই উপমহাদেশে ইসলাম প্রচারে নবী-রাসুলদের উপস্থিতি ছিলো না । ওলি-আউলিয়াদের ধর্মীয় চর্চা,তাদের আদব,আমল,ন্যায়-নীতি, সত্যবাদীতা সব কিছু ছিল আমাদের দ্বীন আমাদের আদর্শ । অথচ এই ওলি-আউলিয়াদের নাম, আদর্শ কে পুজি করে কতকগুলো ভন্ড, অসভ্য, খাটাশ টাইপের ব্যক্তিরা মাজার-দরবারের নামে মাজার পূজার এন্তেজাম খুলে বসেছে । দুয়ার খুলেছে  পীর নামক প্রতারক কে সেজদা দেয়ার শিরকী মতবাদ( নাউজুবিল্লাহ) । 
অথচ  রাসূল(সাঃ) পরিস্কার উল্লেখ করে গেছেন, " তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে নত স্বীকার করো না, সেজদাহ রত হইও না।"

শুধু কি সেজদাহ প্রচলন, সাথে রয়েছে  কবর পূজা, মানত করা, গরু-ছাগল ও মহিষ দিয়ে উপকৌটন পাঠানো, গাজা খাওয়া, মেয়েদের নিয়ে বাদ্য যন্ত্র দিয়ে  নাচ গান করা, পীরের নাই কোনো আকিদা, নাই কোনো ইসলামী জ্ঞান । 

সব মিলে ভন্ডামী, অপরাধ, শিরক উৎপাদনের আতুড়ঘর এইসকল মাজারগুলো । 

সময় এসেছে এইসব নষ্টামি বন্ধ করার জন্য সামাজিকভাবে সচেতন হতে হবে । আমাদের ইসলামি ধ্যান-জ্ঞান বাড়াতে হবে ।

কোন মন্তব্য নেই:

 

Top