ads

Responsive Advertisement
LATEST UPDATES
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমকে ‘পুঁজিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাগো বন্দর ২৪.নিউজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমকে ‘পুঁজিবাদী’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও করেছে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই সমাবেশ করে সংগঠনটির সদস্যরা


সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি সোয়েব আহম্মেদ সাজিদ বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমরা পালন করছি। এটাকে কেন্দ্র করে দেখা যাবে কিছুদিন পর বিশ্ব হাহাকার দিবস পালন করছি।

বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি শাহারিয়া নাজিম শাওন বলেন, প্রেমের নামে নোংরামি বন্ধ চাই। সকালে একজন, বিকেলে আরেকজনের সঙ্গে প্রেম, এটা পুঁজিবাদী প্রেম।



ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ তুহিন বলেন, মিথ্যা আশ্বাসে আমরা বিশ্বাসী নয়।


ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের টিএসসি পরিদর্শকবিষয়ক সম্পাদক শিবলী সাদিক বলেন, টিএসসিতে এসে দেখি আজ একজনের সঙ্গে অন্যদিন আরেকজনের সঙ্গে। এই ধরনের সম্পর্কের পক্ষে আমরা নই। প্রেম পবিত্র। একজনকেই ভালোবাসবো একজনকেই বিয়ে করবো।

সংগঠনটির দপ্তর সম্পাদক আরাফাত হোসেন মাহিন বলেন, আজকে ভালোবাসা দিবসে পাশ্চাত্যের সংস্কৃতিকে ধারণ করছি। অথচ আজ যে সুন্দরবন দিবস রয়েছে সেটা অনেকে জানে না। পুঁজিবাদী প্রেমের স্রোতে আমাদের সমাজ ভাসছে। এটি অত্যন্ত দুঃখজনক। তাই এই প্রেমের তীব্র বিরোধিতা জানাই।

বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের ব্যানারে এই সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাকিবুল সুজনসহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।

শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

করোনার নতুন ধরন ওমিক্রন রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ


জাগো বন্দর ২৪.নিউজ করোনার নতুন ধরন ওমিক্রন রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশ্ববিদ্যালয়গুলোকেও অনুরূপ ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) এ নির্দেশনাসহ ছয়টি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।




নির্দেশনাগুলো হলো-

১. ২১ জানুয়ারি (শুক্রবার) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে

৩. রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে




৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে

৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।



৬. বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।

নতুন ধরন ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যা ১৩ জানুয়ারি থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন বছরের শুরু থেকেই ওমিক্রন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছিল। গত কয়েকদিন ধরে দেশে করোনার দৈনিক সংক্রমণও হঠাৎই বাড়তে শুরু করে।

মহামারি শুরুর পর থেকে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে মারা গেছেন ২৮ হাজার ১৮০ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দির এলাকায় বাস থেকে পড়ে মো. এরফান (৪৮) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু


জাগো বন্দর ২৪.নিউজ  বাস থেকে পড়ে দোকান কর্মচারীর মৃত্যু, ভাইয়ের দাবি ফেলে দেওয়া হয়েছে
রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দির এলাকায় বাস থেকে পড়ে মো. এরফান (৪৮) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তবে তার ভাইয়ের অভিযোগ, তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত এরফানের ভাই রায়হান হোসেন বলেন, আমাদের বাসা ডেমরার সারুলিয়ায়। আমার ভাই নবাবপুরের একটি ইলেকট্রিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। সকালে বাসে কর্মস্থলে যাওয়ার পথে ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তিনি বলেন, এ সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন এরফান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

ভাত খান না ‘তালা বাবা


জাগো বন্দর ২৪.নিউজ পরনে চটের লুঙ্গি আর বুকে ও শরীরে শিকল দিয়ে জড়ানো স্টিলের ও লোহার তালা। মানুষ বলেন, তালা বাবা। কখন কোথায় খাওয়া, ঘুম, তা তিনি নিজেও বলতে পারেন না। জুটলে খান আর না পেলে উপোস করেন। 

১৯ বছর থেকে ভাত খান না। অধিকাংশ দিনে রুটিই খাদ্য তার। শহর গ্রামে পায়ে হেঁটে অথবা ভ্যানে চলেন। মন যেদিকে চায় সেদিকে চলে যান। বউ ছেলে মেয়ের দিকে মন নেই। মন টানে অজানা দিকে।  


বিভিন্ন জনের সঙ্গে আলাপ করে জানা গেলো, তার আসল নাম মনজিল ইসলাম। বয়স ৬৫ বছর। বাবার নাম মেহের উদ্দিন। বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের মলাবান্দি গ্রামে।   

গিদারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু বলেন, সার্বক্ষনিক কমপক্ষে ২০ কেজি ভারী বস্তু তিনি শরীরে বহন করেন। 

বাবা মেহের উদ্দিন ছিলেন ভারতের পীর খাজা তিস্তা খঞ্জন সাধুর মুরিদ। মনজিল ইসলামের বয়স যখন ১১ বছর তখন তার বাবা মেহের উদ্দিন তাকে নিয়ে চলে যান ভারতের সাধুর দরগায়। সেখানে তার বাবার সঙ্গে সাধুর আশ্রমে বড় হতে থাকেন। ১৯ বছর সাধুর আশ্রমে কাটিয়ে ৩০ বছর বয়সে চলে আসেন গাইবান্ধার নিজ বাড়িতে । তখন তার মাথায় বড় বড় জট পাকানো চুল আর পরনে ছিলো চটের বস্তা। শরীর জুড়ে লোহার বিভিন্ন তালা ও শিকল জড়ানো । 


এ অবস্থায় মা আসমা বেগম তার ছেলেকে চিনতে পেরে বাড়িতে আশ্রয় দেন। গায়ে জড়ানো শিকল ও তালা আর হাতে-পায়ে স্টিলের বালা পরা দেখে এলাকায় হৈ চৈ পড়ে যায় তাকে নিয়ে। দুরদুরন্ত থেকে লোকজন বাড়িতে দেখতে আসেন। এক সময় তার নাম হয়ে যায় তালা বাবা। নিত্য দিনের খাওয়া বলতে রুটি। তিন বেলা তিন রুটিতেই তিনি সন্তুষ্ট। মা ভাবেন এই অবস্থায় ছেলেকে বিয়ে করাতে হবে। তাহলে ছেলে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাই বাবা মেহের ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই বিয়ের জন্য পাত্রী দেখতে থাকেন মা।

৩২ বছর বয়সে একই এলাকার সাহিদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। এরপরও ঘর সংসার বলতে সাধুর বেশ ছাড়তে পারেনি। এদিক সেদিক ঘুরে বেড়ানো আর রাতে বাড়ি ফেরা। তারপর একে একে সহিদুল, আমিনা, মমতাজ ও ফাতেমা ৪ সন্তানের বাবা হয়ে যান। বাড়ি ভিটাসহ তিনি ২ বিঘা জমির মালিক। 

২০১৬ সালের কনকনে ঠাণ্ডার দিনে সকাল বেলা হঠাৎ করে উধাও হয়ে যান তালা বাবা। তিনি বর্ডার পার হয়ে চলে যান ভারতের সাধু বাবার আস্তানায়। সেখানে তার বাবার সঙ্গে আবারও দেখা হয়। 


এদিকে স্ত্রী সাহিদা বেগম আর্থিক টানাটানির মধ্যে সন্তানদের বড় করেন। সংসারে ঘানি টানতে তিনি অন্যের বাড়িতে কাজ করেন। এক সময় ছেলে সহিদুল কাজের সন্ধানে চলে যায় ঢাকায়। সেখানে গিয়ে গার্মেন্টস কর্মী হিসাবে কাজ যোগাড় করে নেন। বাবার অনুপস্থিতিতে সংসারের হাল ধরেন । 

২০১৯ সালে তিনি আবার চলে আসেন গ্রামের বাড়িতে । কিন্তু বাড়িতেও স্থায়ী হতে পারেননি। তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন। মাজারে মাজারে, পীরের দরগায় ঘুরে বেড়াতে থাকেন। এবছরের শুরুতে তিনি আবার গাইবান্ধায় তার গ্রামের বাড়ি গিদারীতে আসেন । সকালে ১ টা রুটি খেয়ে বেরিয়ে পড়েন। এ হাট ও হাট ঘুরে রাতে ফেরেন বাড়িতে । এরমধ্যে কেউ রুটি খেতে দিলে মহা খুশি। রুটি খেয়ে পান মুখে দিয়ে খেতে খেতে হেঁটে অথবা ভ্যানে ফিরে চলা । 


 
গাইবান্ধার কামারজানি সড়কের রেজিয়া মার্কেটের সামনে দেখা পেলাম এই তালা বাবার। ছবি তুললাম। কোন কথা নাই তার মুখে। লোকজন ঘিরে আছে চারপাশে। এর মধ্যে প্রশ্ন করলাম ক্যামন আছেন, আপনি কি করেন? আর গায়ে এসব কি? তিনি ঘাড় নেড়ে তাকিয়ে শুধু বললেন, ছবি তুলেছেন আপনি। আপনার সাথে কোন কথা নাই। 

তার বাড়িতে গিয়ে স্ত্রী সাহিদা বেগমের কাছে জানলাম- তিনি কখন কোথায় যান, কি খান তা জানা কঠিন। তবে বাড়িতে ভাত খাননা ১৯ বছর ধরে। আগে খেতেন। 


 
স্ত্রী সাহিদা আরও বলেন, তিনি কারও ক্ষতি করেন না। কম কথা বলেন। ইচ্ছে হলে কথা বলেন ,আর না হলে নাই।

রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ঋিনাইদাহের ত্রিলোচনপুর ইউনিয়নে জয়ী তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতু

জাগো বন্দর ২৪.নিউজ ঋিনাইদাহের  ত্রিলোচনপুর ইউনিয়নে জয়ী তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতু


ঝিনাইদাহের ইউনিয়নে জয়ী তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতু ইউনিয়নে জয়ী তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতু
ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।

আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা এ প্রার্থী প্রচারণার সময় থেকেই আলোচনায় ছিলেন।

তৃতীয় লিঙ্গ নিয়ে জন্ম হওয়ায় ছোটবেলা থেকে ঋতু শিকার হয়েছেন নানা প্রতিবন্ধকতার। লিঙ্গ পরিচয় প্রকাশ পাওয়ায় পাঁচ বছর বয়সে গ্রাম ছেড়ে ঢাকায় চলে যেতে হয় তাকে। পড়াশোনায় প্রাথমিকের গণ্ডিও পার করতে পারেননি তিনি।


ঢাকার ডেমরা থানায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন ঋতু। ৪৩ বছর বয়সী এই ইউপি চেয়ারম্যান এখন দলের গুরুমার দায়িত্ব দেখভাল করেন।

গত ১৫ বছর ধরে জন্মস্থান দাদপুর গ্রামসহ ইউনিয়নবাসীর উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তিনি। নিজ এলাকায় দুইটি মসজিদ তৈরি করে দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন মন্দির উন্নয়নেও সহযোগিতা করেছেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।

উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান তিনি। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে।

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জাগো বন্দর ২৪.নিউজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা 


নোবিপ্রবি প্রতিনিধি:- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি মেয়াদোর্ত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
২২ নভেম্বর সোমবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশীদের, কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক শরীফ বায়েজীদ ইবনে মাহমুদ কোতোয়াল, উপ-আন্তর্জাতিক সম্পাদক এস এম মাহবুবুর রহমান সালেহী এবং সহ-সম্পাদক সৈয়দ ফয়সাল হাসানকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ, এর আগে ২০১৭ সালের ১৮ অক্টোবর সফিকুল ইসলাম রবিনকে সভাপতি ও সাকিব মোশাররফ ধ্রুবকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। কমিটি ঘোষণার ৪ বছরের বেশি সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের প্রাথমিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার


জাগো বন্দর ২৪.নিউজ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের প্রাথমিক পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এ খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন মেয়র জাহাঙ্গীরবিরোধী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।
বহিষ্কারের খবর শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে গাজীপুরে ছড়িয়ে পড়লে নগরীর টঙ্গী, পোড়াবাড়ি, সালনা, বোর্ড বাজার, জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, কোনাবাসিহ বিভিন্ন স্থানে মেয়র জাহাঙ্গীর আলমবিরোধীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। বিভিন্ন স্থানে রাস্তায় পটকা ফাটিয়ে নেতাকর্মীরা উল্লাস করেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল বলেন, জাতির পিতার প্রতি অবমাননা করে কটূক্তি করে কেউ রেহাই পায়নি। যে যত বড় নেতাই হোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে পার পাবে না।
ফেসবুকে ভাইরাল হওয়া ১১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, হেফাজতের প্রয়াত নেতা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে তার সখ্য ও রাষ্ট্রীয় দুটি সংস্থা নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেন মেয়র জাহাঙ্গীর।
এরপর গাজীপুরে দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে রাস্তায় নামেন। তার বহিষ্কার দাবি করে সড়ক অবরোধ করে মিছিল-সমাবেশও করেন নেতাকর্মীরা। দলের নেতাকর্মীরা এই ধরনের কাজকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে দেখেন। এরপর গত ৩ অক্টোবর ‘দলের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে’ তাকে শোকজ চিঠি পাঠায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। ব্যাখ্যা দিতে ১৫ দিন সময় দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সময়সীমা শেষ হওয়ার আগেই মেয়র তার ব্যাখ্যা দেন।

কোন আশায় মানুষ বিএনপিকে ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর


কোন আশায় মানুষ বিএনপিকে ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর


কিছু মানুষ আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতা থেকে সরানো যায় সেজন্য মিটিং করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জনগণের শক্তিই আ’লীগের শক্তি। আমরা জনগণের সেবায় কাজ করে যাচ্ছি।’



তিনি বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। সব শ্রেণি পেশার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে? পলাতক আসামি যে দল চালায় জনগণ তাদের কি আশায় ভোট দেবে?’

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে আ’লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্বকালে দেওয়া প্রারম্ভিক ভাষণে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এরা দেশের গরীবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। বিদেশে বসে আরাম আয়েশে আছে। তাদের এই আয়ের উৎস কি?’




দেশের ব্যাপক উন্নয়নের পরও যারা দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এত উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।’

তিনি দেশের সুবিধাভোগী স্বার্থান্বেষী মহলের সমালোচনা করে বলেন, ‘কিছু মানুষ আছে যারা হাজার অপরাধকারীকেও অপরাধী হিসেবে দেখে না। দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তারা দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের পক্ষ নেয়। যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত হয়েছে তাদের জন্যই তারা মায়াকান্না করছে।’

খালেদা জিয়ার টার্গেট সব সময় তিনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল যে, আমি প্রধানমন্ত্রী কেন বিরোধী দলীয় নেতাও হতে পারবো না, শত বছরেও ক্ষমতায় আসতে পারবো না। এসব ঘোষণার পরই গ্রেনেড হামলা হয়েছিল।’

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার



জাগো বন্দর ২৪.নিউজ ২৫নভেম্বর থেকে ৩ জানুয়ারি বন্ধ থাকবে সব কোচিং সেন্টার ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ও প্রশ্নফাঁস রোধে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।



বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এইচএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতি তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন।

সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বাহিনীর সদস্য পরিচয়ে টিকটকে নারীদের সঙ্গে সম্পর্ক, যুবক গ্রেফতার



র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য পরিচয়ে টিকটক করে নারীদের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার যুবকের নাম রাজ ওরফে রাকিব। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব
সোমবার (১৫ নভেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে র‍্যাব ও বিজিবির ইউনিফর্ম পড়ে টিকটক ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আগামীকাল দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ক্ষুদামুক্ত বাংলাদেশ আমরা গড়েছি, এখন পুষ্টিযুক্ত খাবার নিয়ে কাজ করছি -খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

জাগো বন্দর ২৪.নিউজ যত অর্থই থাকুক ক্ষুধা থাকলে মানুষের আর কিছু ভালো লাগেনা। ক্ষুধা কাকে বলে তা স্বাধীনতার আগে আমরা বুঝেছি— বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বন্দরের নবীগঞ্জের সিএসডি ক্যাম্পাসে খাদ্যগুদামের ভিত্তিপ্রস্তর ও কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে


পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করবো এটাই আমাদের কাজ। যার যার জায়গা থেকে যতটুকু করার আছে ততটুকুই করতে হবে।


অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, একটি দল বলেছিল করোনায় দুই লাখ লোক না খেয়ে মারা যাবে। আমি খাদ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি একটি মানুষও না খেয়ে মরেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে এটি সম্ভব হয়েছে। ক্ষুদামুক্ত বাংলাদেশ আমরা গড়েছি। এখন পুষ্টিযুক্ত খাবার নিয়ে কাজ করছি।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের সবার ঠিকানা শেখ হাসিনা। শেখ হাসিনা আছে বলেই আমরা আছি। তিনি অনেক দুখী। সকল দুঃখকে জয় করে শুধু দেশকে ও মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কোনো সম্প্রদায় নেই যাদের প্রতি তার নজর নেই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আজ ভেজাল যুক্ত সাংবাদিকতা!!

জাগো বন্দর ২৪.নিউজ আজ ভেজাল যুক্ত সাংবাদিকতা!!

সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক, গণমাধ্যম আমাদের জীবন-ধারার উপর কতটা বিশেষ ভূমিকা রাখে তা সবার জানা। কিন্তু সাম্প্রতিক কালে আমাদের দেশে নামে বেনামে ভিত্তিহীন ডটকম আর ডটনেট ওয়েব সাইট খুলে সাংবাদিক এবং সম্পাদনায় নিজেকে জড়িয়ে সাংবাদিক পরিচয় দিচ্ছেন! সাধারণ মানুষও তাই মনে করছে যে হয়ত তিনি সাংবাদিক। তবে সাম্প্রতিক-কালে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে অদক্ষ-অপেশাদার-ভূইফোঁড় কথিত সাংবাদিকদের আনা-গোনা বেড়ে যাওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে এ সেক্টরে। মূর্খ আর অশিক্ষিত মানুষদের ‘সাংবাদিক’ পরিচয় দেয়াটা একটি লক্ষণ মাত্র, এটি হচ্ছে- দক্ষ ও শিক্ষিত সাংবাদিকদের অদক্ষতার ফসল।

এসব অদক্ষ অযোগ্য অশিক্ষিত গন্ডমুর্খ লোকেরা সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করে জাতির যে ভয়াবহ ক্ষতি করে যাচ্ছে তা খতিয়ে দেখা না হলে তা দিন দিন আরও ভয়াবহ আকার ধারন করবে সন্দেহ নেই। এর আরও বহু কারণ রয়েছে। একজন সাংবাদিক আরেক জনকে ঘায়েল করতে মূর্খদের দলে টেনে দল ভারী করে। 

মূর্খদের দলে টেনে শিষ্য বানিয়ে নিজেকে গুরু হিসেবে জাহির করে। আবার অনেক সম্পাদক যে কাউকে যোগ্যতা যাচাই না করে মোটা অংকের টাকার বিনিময়ে শুধু মাত্র পত্রিকার একটি আইডি কার্ড প্রদান করে এবং বাৎসরিক রিনিউ করাতে আবার  টাকা নিয়ে থাকে। আর সেই কার্ড ব্যবহার করে সংবাদ সংগ্রহের নামে সাধারন মানুষে কাছ থেকে এক ধরনের চাঁদাবাজি করে। 

আর তাদের নিয়োগ প্রক্রিয়া টা একটু ভিন্ন ধরনের, প্রতিটি জেলায় দুই থেকে চারজনও প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। উপজেলা এবং থানা  প্রতিনিধি তো আছেই। আবার প্রতিনিধি আরো বাড়ানোর জন্য জেলা প্রতিনিধি (উত্তর), জেলা প্রতিনিধি (দক্ষিণ), পূর্ব- পশ্চিম। আবার উপ-জেলা প্রতিনিধি (উত্তর কোণ), উপজেলা প্রতিনিধি (দক্ষিণ কোণ) প্রতিটি কোণায় কোণায় সাংবাদিক। কি লাভ এসব করে সাংবাদিকতার নূন্যতম জ্ঞানটাও এদের নেই। অনেকের আবার নেই কোন প্রতিষ্ঠানিক শিক্ষা ও এ বিষয়ে পর্যাপ্ত লজিস্টিকস নেই। এদের মধ্যে অনেকে আবার  বিনা বেতনে ফ্রি মেহনত করতে পারে। 

সে ধরনের প্রস্তাবে অনেক অযোগ্যরা দারুন খুশি হয়ে শুধুমাত্র একটি কার্ডের জন্য এবং সাংবাদিক লেভেল লাগিয়ে বিভিন্ন মহল থেকে সুযোগ সুবিধা ভোগ করার জন্যই এসব প্রস্তাবে রাজি হয়ে নিজের পকেটের পয়সা খরছ করে ফ্রি মেহনতে আত্মনিয়োগ করেন।

এ শ্রেণীর বেশিরভাগই যে অদক্ষ অশিক্ষিত বেকার মতলববাজ দালাল টাউট কিংবা অর্ধশিক্ষিত তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। আবার কেউ কেউ শখের বশে কিংবা অভিজ্ঞতা লাভের পর পরবর্তীতে ভালো একটি পত্রিকায় সুযোগ বুঝে ঢুকে পড়ার টার্গেট নিয়েও ফ্রি সার্ভিস দিতে দেখা যায়। 

সঠিক খবরের জন্য প্রয়োজন পেশাদার সাংবাদিক; ফেসবুক বন্ধু নয়, ব্লগার নয়, তথাকথিত ‘সিটিজেন জার্নালিস্ট’ নয়, এমনকি ‘ফ্রিল্যান্স সাংবাদিক’ও নয়। এসব  তথাকথিত সাংবাদিকেরা নিজে সংবাদ লিখতে না পেরে অন্যের কাছ থেকে ধার করে সংবাদ তৈরী করে। এজন্যই দেখা যায় অধিকাংশ পত্রিকায় একই সংবাদ একই ধরনের লেখা যাতে তেমন কোন পরিবর্তন নেই, একেই বলে সিন্ডিকেট নিউজ। 

আবার দেখা যায় অনেক  টিভি চ্যানেলের ক্যামেরা বা কলকব্জা যারা বহন করে ওদেরকেও সাংবাদিকতার এক ধরনের কার্ড দেয়া হয়। অনেক সাংবাদিক নিজেই জানেনা সাংবাদিকতার সংজ্ঞা কি! বড় বড় সমাবেশ বা মিছিল হলে তাদের ও পুলিশের সামনে দিয়ে দৌড় ঝাপ দিয়ে বিভিন্ন ভঙ্গিমায় ক্যামেরা এপাশ ওপাশ করে ছবি তুলার কসরত করে মনে মনে ভাবে দেখো আমি কতো বড়ো সাংবাদিক। 

অদক্ষ অযোগ্য অশিক্ষিত দুর্নীতিবাজ ও লুটেরা তথাকথিত সাংবাদিকদের কারণেই দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায় সাংবাদিক ও প্রেসক্লাবের মধ্যে বিভেদ বিভ্রান্তি গ্র“পিং লবিং কাদা ছোড়াছুড়ি একাধিক ও বহুসংখ্যক প্রেসক্লাবের জন্ম।

এমত অবস্থায় সাংবাদিক মহলে প্রশ্ন উঠে তাহলে আসলেই আমাদের করণীয় কি? আমি মনে করি  প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের সকল সংগঠনকে এক হয়ে এর সমাধান খুঁজে বের করতে হবে।  নূন্যতম শিক্ষাগত যোগ্যতা জার্নালিজম এ স্নাতক অথবা অন্য কোন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। করতে হবে সঠিক নীতিমালা ও আইন । প্রয়োজনের তখ্যমন্ত্রনালয়  কর্তিৃক সাংবিধানিক নীতিমালা বাধ্যতামূলক করতে হবে প্রতিটি সংবাদ পত্র,অনলাইন পত্রিকা ও মিডিয়াতে। প্রতিটি জেলা-উপজেলার সিনিয়র সাংবাদিকদেরই এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। তা না হলে হয়তো মফস্বল সাংবাদিকতা কোন এক সময় কুলি, দিনমজুর, গরুর দালাল, থানার দালাল, জমির দালালসহ মূর্খ আর অশিক্ষিত মানুষদের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন সাংবাদিক ও সংবাদ পত্রের উপর সাধারণ গণমানুষের আস্থা হারিয়ে যাবে।

লেখক- অনুসন্ধানী প্রতিবেদক ও মানবাধিকার কর্মী।

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

অবশেষে সেই গোলাম কিবরিয়া রাজার বিচারের দাবিতে মানব বন্ধন

জাগো বন্দর ২৪.নিউজ অবশেষে সেই গোলাম কিবরিয়া রাজার বিচারের দাবিতে মানব বন্ধন


নিজস্ব প্রতিবেদক//মুগদার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা ওরফে ফ্রিডম রাজার বিচারের দাবিতে নির্যাতনের শিকার নুরুন্নাহার (৩৪) নামের সেই নারী এবার স্বো”ছার হয়ে মানব বন্ধন করেছেন বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

আর মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়েছে  বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে।
সূত্রে আরো জানা গেছে, ২০২০সালের ২৬ ফেব্রæয়ারী নুরুন্নাহার (৩৪) সহ ১৩৯জন কর্মীর পাওনা টাকা আদায়ের জন্য গিয়ে নির্যাতনের শিকার হন। মুগদা হাসপাতালের আউটসোর্সিং কর্মী নিয়োগকারী রাজা নামের জনৈক নানা অপকর্মের রাজা ও তার সহযোগীরা নুরুন্নাহারকে পাওনাদার চক্রের হোতা ভেবে মুগদা হাসপাতালেই নির্মম নির্যাতন করেন। 

এতে অন্তঃসত্বা নুরুন্নাহার জীবন ঝুকি পেরিয়ে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু  মামলা করার পর মহাক্ষমতাধর মুগদা হাসপাতালের আউট সোসিং ঠিকাদার গোলাম কিবরিয়া রাজা তেলেবেগুনে জলে আরো মারমুখি হয়ে ওঠেন। চালাতে থাকেন নুরুন্নাহারসহ তার পরিবারের বিরুদ্ধে হুমকি-ধমকিসহ নানা চক্রান্ত। তার লোকজন নুরুন্নাহারকে রাস্তায় পেয়ে হোন্ডার নিচেয় ফেলায় ব্যার্থ হয়ে গাড়ী চাপা দিয়ে মারা হুমকি পর্যন্ত দিয়েছে একাধিকবার। 

আর এ নিয়ে থানায় জিডি পর্যন্ত হয়েছে। কিন্তু এতে নুরুন্নাহারের তেমনটি লাভ না হলেও রাজা আরো বেপরোয়া হয়ে চালিয়ে যাচ্ছে,  তারা প্রতারনা শুদ্ধির অপতৎপরতা। উদ্দেশ্য নুরুন্নাহারকে দাবিয়ে ওই আউট সোসিং কর্মীদের টাকা আত্মোসাৎ করা। এখন নুরুন্নাহারদের পাওনা ওই মোটা অংকের টাকা না দিয়ে বিষয়টি ভিন্নখাতে চালিয়ে পার খুজতে ওই রাজা। অন্য দিকে রাজা চক্রের কাছে ওই আউট সোসিং কর্মী চক্রের হোতা হিসাবে চিহ্নিত নুরুন্নাহার ও তার পরিবারের উপর চালিয়ে যাচ্ছে,  নানাভাবে অত্যাচার নির্যাতন, মামলা তুলে নেয়ার জন্য উপর্যপুরি হুমকি দিয়ে যাচ্ছে, এলাকা ছাড়া করার ও স্বপরিবারে মেরে ফেলার। আর এতে ওই পরিবারটি মারাত্মক অসহয়াত্বের বেড়াজালে আটকে পড়ার এক পর্যায়ে হঠাৎ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগে মাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় হয়ে যায়। এরপর রাজা খানিকটা নড়েচড়ে বসে বরাবরের কায়দায় সংক্রিয় হয়ে হয়ে ওঠেন। 

এতে ভুক্তভোগী নুরুন্নাহার  বেশ স্বো”ছার হয়ে পাওনা টাকা আদায় ও সমস্ত অপকর্মের বিচারের দাবিতে ওই রাজার বিরুদ্ধে মানব বন্ধন করেন।
তবে রাজার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ঠ কোন বক্তব্য পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে,তিনি এসব পাত্তা দিচ্ছেন না। অধিকন্ত অপপ্রচার বলে উড়িয়ে দিচ্ছেন। আর তার কারন হিসাবে জানা গেছে, নুরুন্নাহার নামের ওই নারী অদৃশ্য একটি চক্রের পরোক্ষ মদদে এসব অপপ্রচার চালিয়ে নাগদ ও বাকি ফায়দা হাসিলের জন্য 
তৎপর রয়েছেন। 

কিন্তু ওই চক্রটির বিষয়ে স্পষ্ঠ কোন ধারনা পাওয়া যায়নি।

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক ডিবির হাতে



জাগো বন্দর ২৪.নিউজ  এসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিল্লুর রহমান জেলিন নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। ডিবি জানায়, প্রতারক জিল্লুর অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে শহীদুল ইসলাম নামের একজনের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়াও পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।
গ্রেফতারের পর তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের র্যাংক ব্যাজ, বাংলাদেশ পুলিশের লোগো ও মনোগ্রামযুক্ত নেভিব্লু রঙের পুলিশের একটি হাফহাতা শার্ট, একটি ফুল প্যান্ট, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত চামড়ার বেল্ট, কালো রঙের টিউনিক ক্যাপ একটি, জিল্লুর নামীয় একটি নেমপ্লেট, একটি পুলিশ সার্ভিস টাই, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রশিক্ষণ সিডিউল ২ পাতা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ-হারুন-অর-রশীদ জাগো নিউজকে জানান, মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি বলেন, প্রতারক জিল্লুর অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে জনৈক মো. শহীদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেযন। শহিদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রতারক জিল্লুকে গ্রেফতার করা হয়।



হারুন-অর-রশীদ বলেন, গ্রেফতার জিল্লুর ১৯৯৯ সালে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তিনি টাকা হাতিয়ে নেওয়ার জন্য নিজেকে অ্যাডিশনাল এসপি হিসেবে পরিচয় দিতেন। জিল্লুর নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিলেও তার কাছ থেকে উদ্ধার হওয়া র্যাংক ব্যাজ ছিল এসপি পদমর্যাদার কর্মকর্তার। তিনি নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে ভিকটিম শহীদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। এছাড়াও পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। গ্রেফতার জিল্লুর নিজেকে পুলিশ পরিচয়ে প্রতারণা করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ শরীফুল ইসলামের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুর রহমানের সার্বিক তদারকিতে ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহর (এডিসি) নেতৃত্বে জিল্লুরকে গ্রেফতারে অভিযানটি পরিচালিত হয় বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

সোমবার, ১১ অক্টোবর, ২০২১

জাগোবন্দর ২৪.নিউজ তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার


জাগোবন্দর ২৪.নিউজ তৃতীয়  ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা  বৃহস্পতিবার
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঘোষণা করা হবে। এই ধাপে আগের চেয়ে আরও বেশি সংখ্যক ইউপিতে ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন ৮৭তম কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করা হবে।




ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওইদিন বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের তফসিল ঘোষণার কথা রয়েছে।

জানা যায়, বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন; অষ্টম ধাপের পৌরসভা সাধারণ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এর আগে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের দিন জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপের ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন।




সূত্র আরও জানায়, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। এসএসসি পরীক্ষার মধ্যে কোনো ভোট আয়োজন করা হবে না।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝখানে যে বিরতি রয়েছে সেখানে অন্তত দুই ধাপের ইউপি ভোট সম্পন্ন করতে চায় কমিশন। এছাড়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেসব বিষয়ের আগে বেশি বিরতি রয়েছে সেই সেই সময় হতে পারে বাকি ধাপের ভোট। এক্ষেত্রে ১৬ থেকে ১৮ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এই সময়ের মধ্যেও ভোটগ্রহণ করতে পারে ইসি।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি, যেতে চাইলে যাক-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন



জাগো বন্দর ২৪. নিউজ ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন- বলেছেন, আমরা তো আর রোহিঙ্গাদের দাওয়াত করে আনিনি। তারা নিজের দেশে বা অন্য কোথাও যেতে চাইলে যাক। সেটা আমাদের সমস্যা নয়।


তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের জন্য ইন্টারনেট খুলে দিয়েছি। ইন্টারনেটে তারা বিদেশে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। এখানে (বাংলাদেশে) তারা কেন থাকেন, তা নিয়ে তাদের আত্মীয়রা রাগারাগি করেন। সে কারণে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ক্যাম্পের বাইরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা পালিয়ে গেলে আমরা তাদের ফেরত নিয়ে আসি।


অন্য এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ভাসানচরে যেকোনো সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যাবে। দিনক্ষণ আমি জানি না। তবে এটা ফাইনাল হয়েছে।

মন্ত্রী জানান, এবারের জাতিসংঘ অধিবেশনে অনেকে মনে করেছিলেন, আফগানিস্তান ইস্যুতে রোহিঙ্গা ইস্যু চাপা পড়ে যাবে। তবে সেটা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের নেতারা সেখানে সরব ছিলেন।

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

হায় হায় কোম্পানি’র বিরুদ্ধে সচেতন হলে মানুষ বিপদে পড়ে না -প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাগো বন্দর ২৪.নিউজ দেশে কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতারণার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন এসব ‘হায় হায় কোম্পানি’ তৈরি হয়, আপনারা (গণমাধ্যম) একটু সচেতন করলে মানুষ আর বিপদে পড়ে না।




যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সোমবার (৪ অক্টোবর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মেলনে যোগ দেন সাংবাদিকরা।

সরকারপ্রধান বলেন, মানুষের দুঃসময়ে কিছু প্রতারক তাদের টাকা নিয়ে আত্মসাৎ করে। যখন এসব ‘হায় হায় কোম্পানি’ তৈরি হয়, আপনারা (গণমাধ্যম) একটু সচেতন করলে মানুষ আর বিপদে পড়ে না। আমরা চেষ্টা করবো তাদের (প্রতারিতদের) টাকা হাতে পৌঁছে দিতে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি তার অর্জিত ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দেশের জনগণকে উৎসর্গ করার কথা জানান।





জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিএনপির দুই মেয়াদের শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এরপরও কারা, কেন, কোন সুখে বিএনপিকে ভোট দেবে? কী কারণে অন্যদের ভোট দেবে?’

নির্বাচনে জেতার আত্মবিশ্বাসও বিএনপির মধ্যে নেই বলে মন্তব্য করেন তিনি।

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি


জাগো বন্দর ২৪.নিউজ  আসছে ঘূর্ণিঝড়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।


দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে।

রোববার (৩ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির দেওয়া চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।



অক্টোবর মাসের শেষার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে সার্বিকভাবে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে ২৯ দশমিক ৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১ ও ২, ১৪ ও ১৫ এবং ১৮ ও ১৯ সেপ্টেম্বর সারাদেশে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হয়। এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ১৯৩ মিলিমিটার সন্দ্বীপে (১৮ সেপ্টেম্বর) রেকর্ড করা হয় বলেও জানান তিনি।

সেপ্টেম্বরে ৫টি লঘুচাপ, একটি ঘূর্ণিঝড়ে পরিণত




গত ৬ সেপ্টেম্বর সকাল ৬টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদী প্রতিবেদনে জানানো হয়, এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান নেয় এবং ৮ সেপ্টেম্বর তারিখে দুর্বল হয়ে প্রথমে লঘুচাপে পরিণত হয় এবং পরবর্তীতে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়।

১০ সেপ্টেম্বর সকাল ৬টায় মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১২ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান নেয়। এরপর এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ১৩ সেপ্টেম্বর উড়িষ্যা এলাকায় অবস্থান নেয়। এরপর এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান নেয়, পরবর্তীতে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর প্রদেশ এলাকায় এবং আরও দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়।

এরপর ২১ সেপ্টেম্বর সকাল ৬টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ সেপ্টেম্বর ঝাড়খন্ড এলাকায় অবস্থান নেয়। এরপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ২৩ সেপ্টেম্বর মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়।

এরপর ২৪ সেপ্টেম্বর সকাল ৬টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। এরপর এটি পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশঃ ঘণীভূত হয়ে সুস্পষ্ট প্রথমে লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ আকারে ২৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় একই এলাকায় ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়।

ঘূর্ণিঝড়টি পরবর্তী সময়ে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ সেপ্টেম্বর মধ্যরাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে। এরপর এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ এবং সর্বশেষ সুস্পষ্ট লঘুচাপ আকারে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় গুজরাট এলাকায় অবস্থান নেয়। এরপর এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরব সাগরে পতিত হয়।

সর্বশেষ ২৮ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশ-পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয় এবং দ্রুত তা ঘণীভূত হয়ে একই দিন সন্ধ্যা ৬টায় একই এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩০ সেপ্টেম্বর ভারতের ঝাড়খন্ড এলাকায় অবস্থান নেয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এটি বিহার এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে অধিদপ্তর।

আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপের আশপাশে দোকানপাট ও মেলা বসানো যাবে না-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল


জাগো বন্দর ২৪.নিউজ আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপের আশপাশে দোকানপাট ও মেলা বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।



রোববার (৩ অক্টোবর) সচিবালয়ে শারদীয় দুর্গোৎসবের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, আগামী ১১ থেকে ১৫ অক্টোবর সারাদেশে ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে পূজা হবে। মন্দিরে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। মন্দিরে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষেত্রবিশেষে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। থার্মাল স্ক্যানার থাকবে, কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে পূজামণ্ডপে ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজামণ্ডপে আরাধনা করতে হবে।

মন্ত্রী বলেন, পূজামণ্ডপের আশপাশে কোনো দোকানপাট ও মেলা বসতে দেওয়া হবে না। হাউজি ও জুয়া খেলা পূজামণ্ডপে করতে দেওয়া হবে না। বাজি, পটকা ফোটানো যাবে না, মাদক গ্রহণ করা যাবে না। অস্থায়ী পূজামণ্ডপগুলোতে নির্দিষ্ট দিনেই প্রতিমা বিসর্জন দিতে হবে।




ঢাকা মহানগরে গত বছর ১৩২টি মণ্ডপে পূজা হয়েছিল জানিয়ে তিনি বলেন, এবার ১৩৭টিতে পূজা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পূজামণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বড় বড় পূজামণ্ডপে র‌্যাব, পুলিশের বিশেষ টহলের সঙ্গে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে।

‘সীমান্ত এলাকার পূজামণ্ডপে বিজিবি ও উপকূলীয় এলাকায় কোস্টগার্ড সতর্ক অবস্থায় থাকবে। কোনো দুষ্কৃতকারী পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে অথবা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপে ইভটিজিং রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো বিশৃঙ্খল ঘটনা ঘটলে পূজামণ্ডপের কর্তৃপক্ষ স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজান ও নামাজের সময় মসজিদের কাছে পূজামণ্ডপগুলো যাতে সংযতভাবে তাদের পূজার্চনা করে থাকেন, সেই সময়ের জন্য যাতে বাদ্যযন্ত্র বন্ধ রাখতে সচেষ্ট থাকেন সে বিষয়ে পূজামণ্ডগুলোকে বলা হয়েছে। আজান ও নামাজের সময় তারা যেন বিরতি দেন। অনেক জায়গায় মসজিদ ও মন্দির অনেক পাশাপাশি, সেসব জায়গায় তাদের সতর্ক থাকতে বলা হয়েছে

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সরকারি কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ বলার নীতি নেই -জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জাগো বন্দর ২৪.নিউজ   কর্মকর্তাদের ‘স্যার-ম্যাডাম’ বলতে হবে এমন কোনো নীতি নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।



মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর আয়োজন করে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্যার শব্দের বাংলা অর্থ মহোদয়। ম্যাডাম শব্দের অর্থ মহোদয়া। রুলস অব বিজনেসে এটা নেই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে কাজ করতে হবে- সে বিষয়ে বঙ্গবন্ধুর নির্দেশনা তুলে ধরেন তিনি।




প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার নির্দেশনা ছিল যারা সেবা নিতে আসেন তাদের দিকে তাকাও, তারা তোমার বাবার মতো, ভাইয়ের মতো, আত্মীয়ের মতো। সেবা নিতে আসে জনগণ। তাদের টাকায় তোমাদের বেতন হয়।

ফরহাদ হোসেন আরও বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনা আমরা বাস্তবায়ন করতে চাই। বিভাগীয় কমিশনার থেকে মাঠ প্রশাসনকে আমরা সেই নির্দেশনা দিয়েছি। জনগণের সঙ্গে মিশে যেতে হবে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। হাসিমুখের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। দুর্ব্যবহার দুর্নীতির শামিল, এটা কখনো করা যাবে না।

আইনের মধ্যে থেকে সরকারি কর্মকর্তাদের সাধ্যমতো সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
 

Top