ads

Responsive Advertisement
LATEST UPDATES
নারায়ণগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নারায়ণগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩০ মে, ২০২২

সিদ্ধিরগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে প্রসূতৃিকে ওটিতে ফেলে পালালেন ডাক্তার-নার্সরা

জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পদ্মা জেনারেল হাসপাতালে নামের একটি ক্লিনিকের ঘটনায় তোলপাড় চলছে।


স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান হতে পারে এই শঙ্কায় সদ্য ভূমিষ্ঠ সন্তানের মাকে অস্ত্রোপচারের টেবিলে রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে গেছেন চিকিৎসক, নার্সসহ অন্যরা। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ মে) দুপুরে।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল শাখা) মাহমুদুর রহমান ও তার সহকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মাকে উদ্ধার করেন। তারপর তাকে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক ভালো আছে।


অ্যানেসথেসিয়ার চিকিৎসক মাহমুদুর রহমান সন্ধ্যা ৬টার দিকে মুঠোফোনে বলেন, অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধের চলমান অভিযানে তিনি শনির আখড়ায় দায়িত্ব পালন করছিলেন। তখন তাঁর কাছে খবর আসে, পদ্মা জেনারেল হাসপাতাল নামের ওই ক্লিনিকে অস্ত্রোপচারের টেবিলে মাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে চিকিৎসকসহ সবাই পালিয়েছেন। তারপর ক্লিনিকটি খুঁজে পেতে বেশ সময় লাগে। তারা যখন সেখানে পৌঁছান, তখন তালা খোলা পান। ভেতরে গিয়ে মাকে পান। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভিড় করেন।


মাহমুদুর রহমান বলেন, ‘আমরা পুরো সময় চাচ্ছিলাম, মা ও সন্তানের যাতে ক্ষতি না হয়। নিজে চিকিৎসক, তাই পৌঁছার পর মায়ের শারীরিক অবস্থা পরীক্ষা করি। তখন তিনি ভালো ছিলেন। অস্ত্রোপচারের পর সেলাই দেওয়া হয়েছে। পোস্ট-অপারেটিভ কক্ষে না পাঠিয়ে টেবিলে ফেলেই সবাই পালিয়ে গেছেন। তখন থেকে ভাবছি, চিকিৎসকেরা কীভাবে পারলেন এভাবে অস্ত্রোপচারের রোগীকে ফেলে চলে যেতে? আমি তো ঘটনাটা বিশ্বাসই করতে পারছি না। অস্ত্রোপচার পরবর্তী যেকোনো জটিলতায় মায়ের মৃত্যু হতে পারত।’



পরে বেলা ২টার দিকে মা ও নবজাতককে মাতুয়াইলের একটি হাসপাতালে পাঠানো হয় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। ওই নারীর স্বজনেরা বলেন, তারা জানেন না, কোন চিকিৎসক অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচারের আগেই তারা ক্লিনিকে ১০ হাজার টাকা জমা করেছিলেন। 

মা ও নবজাতককে উদ্ধার অভিযানে ছিলেন ঢাকার সিভিল সার্জন আবু হোসেন মো. মঈনুল আহসান। তিনি জানান, হাসপাতাল বন্ধ, সংস্কারের কাজ চলছে এমন কথা লেখা ছিল ক্লিনিকটির গেটে। এ লেখার মূল উদ্দেশ্য ছিল, অবৈধ ক্লিনিক বন্ধের অভিযানে যাওয়া কর্মকর্তাদের বোকা বানানো। তিনি জানান, এটি নিবন্ধিত কোনো ক্লিনিক নয়। এমনকি তারা কখনো অনুমোদনের জন্য আবেদন করেছে, তারও প্রমাণ নেই।

ক্লিনিকটিতে দুপুরে এ ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নার্সসহ সব ধরনের সুযোগ সুবিধা (আইসিইউ সুবিধা) থাকা একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয় সন্তানসহ রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার জন্য। 


পরে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, মা–-সন্তানকে ঢাকা মেডিকেলে আর আনার প্রয়োজন হয়নি। তাদের মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান বলেন, এই মা ও নবজাতক ছাড়াও এই ক্লিনিকে গতকাল অস্ত্রোপচার করা তিনজন মা ছিলেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে।

 
ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে রোগীর এক স্বজন বলেন, তারা ঘটনার আকস্মিকতায় ভড়কে যান। যারা রোগী রেখে পালিয়েছেন, তারা আসলেই চিকিৎসক বা নার্স কি না, তা নিয়েও এই স্বজন সন্দেহ পোষণ করেন। তারা ১৮ হাজার টাকার চুক্তিতে ক্লিনিকটিতে অস্ত্রোপচার করে সন্তান প্রসবের জন্য মাকে ভর্তি করেছিলেন। এক সময় দেখলেন, তারা ছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স কেউ নেই, সবাই পালিয়ে গেছেন।

 
পুলিশ দিয়ে ওই ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানিয়েছেন।
 


সোমবার, ২৩ মে, ২০২২

আলীরটেকে আলোচিত সিয়াম হত্যাকান্ডে আদালতে জবানবন্দী দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি ইয়ামিন

জাগো বন্দর ২৪.নিউজ আলীরটেকে আলোচিত হত্যাকান্ডে ‘সিয়ামের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন’ বলে আদালতে জবানবন্দী দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি ইয়ামিন

(১৯)। রবিবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে ওই জবানবন্দী নেওয়া হয়েছে।


প্রাথমিক জবানবন্দীতে ইয়ামিন জানান, তার সহযোগীরা সিয়ামকে মাটিতে ফেলে হাত-পা শক্ত করে ধরেন এবং তিনি চাকু দিয়ে সিয়ামের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে তারা লাশটি ইট দিয়ে ঢেকে রাখেন। অটোরিকশা বিক্রি করে টাকা ভাগ করে নেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপর গ্রেপ্তারকৃত নবী হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সোমবার নারী ও শিশু আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া ঘাতক ইয়ামিনের তথ্যমতে মুন্সিগঞ্জের বেতকা এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মে আলীরটেকে অটোরিকশা চালক সিয়াম পূর্ব পরিচিত হওয়ায় ফোন করে রিকশাসহ ডেকে নেন ঘাতক ইয়ামিন। এরপর সারাদিন তারা ঘোরাঘুরি করেন। সন্ধ্যায় তাকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০ মে আলীরটেক এলাকা থেকে মামলার দুই আসামি ইয়ামিন (১৯) ও নবী হোসেনকে (১৮) গ্রেপ্তার করে র‌্যাব-১১ এর একটি টিম

রবিবার, ২২ মে, ২০২২

মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিল আমার ভাই এভাবে বর্ণনা দিচ্ছিলেন কিশোর গ্যাংয়ের নির্যাতনে মৃত্যু হওয়া সুব্রত মণ্ডলের পরিবার


জাগো বন্দর ২৪.নিউজ আমার ভাই পানি খেতে চেয়েছিল। পানি না দিয়ে একের পর একজন ফুটবলের মতো তাকে মারধর করেছে ঘাতকরা। শরীরের এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে আঘাত করা হয়নি।’

এভাবে বর্ণনা দিচ্ছিলেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নির্যাতনের সাতদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হোসিয়ারি শ্রমিক সুব্রত মণ্ডল জয়ের (২২) বড় বোন শম্পা মণ্ডল।


রোববার (২২ মে) বিকেলে হাসপাতালের সামনে আহাজারি করতে করতে তিনি বলেন, ‘আমার ভাই বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। হত্যাকারীদের পায়ে ধরে ক্ষমা চেয়েছে। আমরা গরীব কেউ নেই আমাদের। এ হত্যার বিচার চাই আমরা।’

এ ঘটনায় নিহতের বড় বোন শম্পা মণ্ডল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- সায়েম (৩০), সাজিদ ভূঁইয়া (৩৬), নাইম উদ্দিন বাবু (৩৫), দোলন (২৫), আল আমিন (২৫), নোমান (২২), প্রণয় (২২), রাকেশ (২০), সুদেব (৩২), অনিক রাজিব (২৬) ও মানিক (২৫)। এছাড়াও মামলায় ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ১৬ মে রাত সাড়ে ১২টায় সুব্রতকে ফোন করে ডেকে আসামিরা জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টা পর রাত আড়াইটায় পুনরায় তারা বাড়ির গেটের সামনে সুব্রতকে রাস্তায় ফেলে রেখে যান। পরে স্বজনরা তাকে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসপাতালের আইসিও খালি না থাকায় সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে

শনিবার, ২১ মে, ২০২২

গাজীপুরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় বন্দরের তাল ব্যাবসায়ী লিটন সহ তিনজন নিহত

জাগো বন্দর ২৪.নিউজ গাজীপুর থেকে তাল ক্রয় করে ফেরার পথে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় বন্দরের তাল ব্যবসায়ী লিটনসহ তিনজন নিহত হয়েছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দরের তাল ব্যবসায়ী লিটন (৫০), পিকআপ ভ্যানের চালক জাকির (২২) ও তার সহকারী মৃদুল হোসেন (১৫)।


আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, সকালে পূবাইলের বড় কয়ের এলাকা থেকে তাল কিনে পিকআপে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী লিটন।



টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের নলছাটা এলাকায় পৌঁছালে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পিকআপে ধাক্কা দেয়। 


এতে পিকআপটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক, তার সহকারী ও ব্যবসায়ী লিটনের মৃত্যু হয়

সোমবার, ১৬ মে, ২০২২

বাংলাদেশ মাইক মালিক ও ব্যাবসায়ী সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম মাইনুদ্দিন মাইনু স্বরনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়

জাগো বন্দর ২৪.নিউজ বাংলাদেশ মাইক মালিক ও ব্যাবসায়ী সংগঠন এর কেন্দ্রীয়  কমিটির সভাপতি  মরহুম  মাইনুদ্দিন মাইনু স্বরনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 


১৬ ইমে আলাী আহম্মেদ চুনকা পাঠাগার সংলগ্ন নারায়ণগঞ্জ  জেলার মাইক মালিক ও ব্যাবসায়ী সংগঠন এর উদ্যোগে বাংলাদেশ মাইক ও ব্যাবসায়ী সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম জনাব মাইনউদ্দিন মানুর স্বরনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইক মালিক ও ব্যাবসায়ীর সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাধার সম্পাদক আব্দুল কুদ্দুস রনি সহ নারায়ণগঞ্জ জেলার  সভাপতি উওম কুমার ও সাধারণ সম্পাদক শাহীন সহ সংগঠনের প্রমূখ সমূহ 



চাঁদার দাবীতে সন্ত্রাসী বিটু'র নেতৃত্বে স্টিল মিল কারখানায় হামলা- আহত ৮


জাগো বন্দর ২৪.নিউজ চাঁদার দাবীতে সন্ত্রাসী বিটু'র নেতৃত্বে স্টিল মিল কারখানায় হামলা- আহত ৮

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটির ১৮ নং ওয়ার্ডস্থ মুসলিম নগর ( পাওয়ার হাউজ ) এলাকায় বিসমিল্লাহ স্টিল মিলস এর মালিক মোঃ হাসিবুর রহমান হাসিবসহ ৮ শ্রমিকের উপর চাঁদার

দাবীতে চিহ্নিত সন্ত্রাসী , চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের গড ফাদার সালাউদ্দিন চৌধুরী বিটু'র নেতৃত্বে কিশোর গ্যাং অতর্কিত হামলা করে গুরুত্বর রক্তাক্ত আহত করে । রবিবার ১৫ ই মে দিবাগত রাত

আনুমানিক ৯ টার সময় এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে । হামলার ঘটনার বিষয় প্রত্যক্ষদর্শী বিসমিল্লাহ স্টিল মিলস এর শ্রমিক মোঃ আল আমিন সাংবাদিকদের

বিচার চাই । আজ সোমবার নাসিক মেয়রের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান । স্থানীয় মসজিদ ও কবরস্থান ব্যবস্থাপনা কমিটি কেউ গাছ বিক্রি বা কাটার অনুমতি কাউকে দেননি বলে একাধিক কর্মকর্তা জানান । বন্দর কেন্দ্রীয় কবরস্থানটি সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত এটা দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের । স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশন ও বন্দর থানা অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম'র আশু পদক্ষেপ কামনা করেন ।

র‍্যাব -১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ধারালো অস্ত্র ও ককটেলসহ মহাসড়কে ডাকাতির সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সদস্য গ্রেফতার হয়

জাগো বন্দর ২৪.নিউজ র‍্যাব -১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ধারালো অস্ত্র ও ককটেলসহ মহাসড়কে ডাকাতির সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ সদস্য গ্রেফতার হয়।


গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব -১১ , সিপিএসসি এর একটি অভিযানিক দল কর্তৃক ১৫ মে ২০২২ খ্রিষ্টাব্দে গভীর রাতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সোনাখালী এলাকায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলোঃ ১ । আজিজুল ইসলাম ( ১৮ ) , পিতা- মোঃ বাবুল হোসেন , সাং- নানাকি মধ্যপাড়া , ওলিপুর বাজার , থানা- সোনারগাঁও , জেলা- নারায়ণগঞ্জ , ২। মেয় সাইফুল ইসলাম @ সাইদুর ( ২০ ) , পিতা- মোঃ শফিকুল ইসলাম , সাং- শারেং সরকার চাপাতলী , থানা - বন্দর , জেলা - নারায়ণগঞ্জঃ ৩। মেঃ হৃদয় ( ১৮ ) , পিতা- মোঃ দায়েন , সাং- নানাকি মধ্যপাড়া , ওলিপুর বাজার , থানা- সোনারগাঁও , জেলা- নারায়ণগঞ্জ ; ৪। মোঃ তালিক হোসেন ( ২৩ ) , মোঃ রাজু আহম্মেদ ( ২২ ) , পিতা- মোঃ ইব্রাহিম , সাং হরিপুর সিড়ি ব্রীজ , থানা - বন্দর , জেলা - নারায়ণগঞ্জ এবং ৬। মোঃ ফারুক ( ১৯ ) , পিতা- মোঃ ইব্রাহীম , সাং- নয়াপাড়া , অলিপুর বাজার , থানা সোনারগাঁও , জেলা- নারায়ণগঞ্জ । গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় , এই চক্রটি গত ০১ এপ্রিল ২০২২ তারিখ গভীর রাতে সোনারগাঁ থানাধীন ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলম এর পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছিল । গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩ টি ককটেল , ০২ টি চাইনিজ কুড়াল , ০১ টি চাপাতি , ০২ টি ছোড়া , ০২ টি লোহার রড , ০৬ টি টর্চ লাইট ও ০২ টি লোহার পাইপ উদ্ধার করা হয় । এছাড়াও ডাকাতি হয়ে যাওয়া অধ্যাপক মাহবুব আলম এর ০১ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয় । ডাকাতি করা টাকাগুলো এবং লুট করা স্বর্ণালংকারগুলো উক্ত গ্যাং এর সদস্যগণ ভাগ বাটোয়ারা করে নেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় , গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য । এই সংঘবদ্ধ ডাকাত চক্রটি পরষ্পর যোগসাজশে পূর্ব - পরিকল্পনামাফিক ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী গাড়ীসমূহকে টার্গেট করে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল । গভীর রাতে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড করে চলন্ত গাড়ীর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা করে এবং ধারালো অস্ত্র প্রদর্শণ করে চলাচলরত যাত্রীসাধারণদের ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি / মোটরসাইকেলযোগে দ্রুততার সাথে ঘটনাস্থল হতে পালিয়ে যায় । দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে কখনও কখনও জনসাধারণকে মারধর , ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম পর্যন্ত করে থাকে । নিয়ে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে

শুক্রবার, ১৩ মে, ২০২২

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অগ্রবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক রশিদ গুরতর আহত


জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন স্থানীয় দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ রশিদ চৌধুরী।

বিশেষ প্রতিনিধি -১৩ মে শুক্রবার আনুমানিক রাত ৮ টায় নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাংবাদিক রাশিদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় পরে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরন করেন। সাংবাদিক রশিদের সাথে জসিম নামে আরো একজনকেও সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে বলে জানা যায়।

ঘটনা প্রসঙ্গে সাংবাদিক রশিদ জানান,মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারনে কিশোর গ্যাং লিডার বুইট্টা মাসুদ,শান্তসহ কয়েকজন তাকে পথরোধ করে হত্যার উদ্দেশ্য ছুরি দিয়ে আঘাত করে।

বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

না'গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৪০ ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিনজন আটক


জাগো বন্দর ২৪.নিউজ না'গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১৪০  ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিনজন আটক

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১১ মে, ২০২২ রাত ০৯.২০ ঘটিকায় বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ জাকির হোসেন, ইসমাইল হোসেন , ইসমাইল আহমেদ শুভ নামক পেশাদার  ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে বন্দর থানার মামলা নং- ১৬, তারিখ- ১২/৫/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বুধবার, ১১ মে, ২০২২

নারায়ণগঞ্জ মহানগর জাপা নেতা ভেন্ডার গিয়াসউদ্দিন গ্রেপ্তার

জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও বিতর্কিত দলিল গিয়াসউদ্দিন ভেণ্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ
 বুধবার (১১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ বন্দর উপজেলার বন্দর খেয়াঘাট সংলগ্ন গিয়াসউদ্দিন কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি শাহ্ জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে আজিজুর রহমান মিঠু নামে এক ব্যক্তির মালিকানাধিন জমি স্বাক্ষর নকল করে এবং জাল দলিল সৃজনের মাধ্যমে অন্যত্র বিক্রির অভিযোগ রয়েছে। ভুক্তভোগি নারায়ণগঞ্জের একটি আদালতে এ সংক্রান্ত মামলার আবেদন করলে ৮ মে আদালত অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করে।


 
বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ গিয়াসউদ্দিন ভেণ্ডার বন্দর উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি এবং জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান ঘনিষ্ঠ। তিনি উপজেলার সর্বাধিক বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিতি।

স্থানীয়রা তাকে লজিং মাস্টার হিসেবে চিনতেন। সেই ব্যক্তি পরবর্তি সময়ে দলিল লিখক হয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যান। তার রয়েছে অঢেল ভূ-সম্পত্তিসহ বেশ কয়েকটি অট্টালিকা। যার মধ্যে অন্যতম বন্দর খেয়াঘাট সংলগ্ন গিয়াসউদ্দিন কমপ্লেক্স।

এ ছাড়াও তার বিরুদ্ধে দলিল লিখক সমিতির ৩০ লাখ টাকা আত্মাসতের অভিযোগ রয়েছে। এ নিয়ে সাধারণ দলিল লিখকরা আন্দোলনও করেছিল। এক এগারোর শেষের দিকে সাধারণ মানুষের নানা অভিযোগে সেনা বাহিনীর হাতেও তিনি আটক হয়েছিলেন। অপরদিকে নবীগঞ্জ এলাকা থেকে সাব-রেজিস্ট্রি অফিসটি অবৈধ ক্ষমতার বলে নিজের সুবিধার্থে নিজ ভবনের পাশে নিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গিয়াসউদ্দিন জাল জালিয়াতির মাধ্যমে, জাল দলিল সৃজন করে বিভিন্ন সময় প্রতারণা করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। তবে, প্রভাবশালীর ছত্রচ্ছায়ার কারণে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়নি। শেষতক তার জালজালিয়াতির শিকার আজিজুর রহমান মিঠুই প্রথমবারের মত আদালতের দ্বারস্থ হয়েছেন। গিয়াসউদ্দিন ভেণ্ডারের গ্রেপ্তারের খবরে স্থানীয় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার, ১০ মে, ২০২২

ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ

জাগো বন্দর ২৪.নিউজ ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ 


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন অগ্নি দগ্ধ হয়। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।  ১০ মে মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন কাউসার মিয়ার মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।
   দগ্ধরা হলেন রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)।
   খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে নিজস্ব এম্বুলেন্সযোগে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাষ্ট্রিক ইন্সটিটিউটে পাঠায়।
 ফতুল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন জানান, ভোর ৫ টার দিকে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের সেমিপাকা ঘরের পাশের গ্যাসের রাইজার থেকে আগুন ধরে যায়। ওই আগুনে ঘরে ঘুমিয়ে থাকা চারজন দগ্ধ হয়েছেন।  স্থানীয়রা জানান, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ লাইনটির রাইজার ছিল আনোয়ারদের ঘরের জানালার পাশে। সেখান থেকে সব সময়ই গ্যাস বের হতো। গ্যাসের গন্ধও পেতেন তারা।
   এদিকে, ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল খান জানান, দগ্ধদের ভর্তি করা হয়েছে। আনোয়ার হোসেনের ১৭ শতাংশ, রোজিনা বেগমের ১৪ শতাংশ, তার দুই ছেলে রোহানের ৩৫ শতাংশ ও রোমানের ১৭ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।

শনিবার, ৭ মে, ২০২২

কাউন্সিলর আশা'র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

জাগো বন্দর ২৪.নিউজ কাউন্সিলর আশা'র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দল৷ 

শনিবার (৭ই মে) এক বিবৃতিতে,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরী অভি এ নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তিনি এই ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন কাউন্সিলর আবুল কাউছার আশা মাদক ও ভূমি দস্যুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলায় একটি চক্র তাকে মামলা-হামলা দিয়ে দমিয়ে রাখতে চায়৷ তারই ধারাবাহিকতায় বাবু হত্যা মামলায় কাউন্সিলর আশার নাম রাজনৈতিক ভাবে জড়িয়ে একটি পক্ষ ফায়দা লুটার চেষ্টা করছে। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কাউন্সিলর আশার বিরুদ্ধে আনীত হয়রানী মূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জ শহর যেন যানজটের নগরী

জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জ শহর যেন যানজটের নগরী শহরকে যানজটমুক্ত রাখতে একশ কমিউনিটি পুলিশকে নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হলেও পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। সকাল, দুপুর কিংবা রাত,যানজট আছেই। এতে নিত্যদিনের ভোগান্তিতে নগরবাসী।
গত ৪ মার্চ একশ কমিউনিটি পুলিশকে নিয়ে শহরে সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দেয় জেলা পুলিশ। শুরুর দিকে তিন থেকে চারদিন যানজট শূন্যে নেমে আসলেও এখন আবারো চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে শহর। কারণ শুধু মাত্র ব্যাটারি চালিত রিকসা-ইজিবাইক শহরে ঢুকা নিষেধ থাকলেও শহরজুড়ে অবৈধ যানবাহন স্ট্যান্ড আছে আগের মতোই বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে, ওই সকল অবৈধ ষ্ট্যান্ড থেকে রাজনৈতিক নেতাকর্মী, মাস্তান, পুলিশ নিয়মিত মাসোহারা পায়।

শহরের মন্ডলপাড়া ব্রিজ, ১নং গেট, ২নং গেট, মেট্রো হলের মোড়, মহিলা কলেজের মোড়, চুনকা পাঠাগার সংলগ্ন সড়ক ও জেলা পরিষদের সামনে কমিউনিটি পুলিশ নিয়োগ করা হয়েছে। 


অথচ সরেজমিনে শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে নগরের বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক, সবাব সিরাজউদ্দৌলা সড়ক, শায়েস্তা খান সড়কসহ  শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে।  এতে ওই সব সড়কে চলাচলাকারী মানুষকে পোহাতে হয় ভোগান্তি। রোজা ও আসন্ন ঈদকে ঘিরে বেড়েছে মানুষের সমাগম। চাহিদা বাড়ায় শহরে বেড়েছে অবৈধ যানবাহন। 


এদিকে ব্যাটারিচালিত অটোরিকশা, ফিটনেসবিহীন গাড়িসহ অবৈধ যানবাহন শহরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও নিয়ম মানার বালাই নেই। ট্রাফিক সার্জেন্টের সামনে দিয়েই অহরহ চলছে এসব যানবাহন । 


নগরের যেসব সড়কে কোনো দিন যানজট দেখা য়ায়নি এখন সেসব সড়কেও দীর্ঘক্ষণ যানজট থাকে। আমলাপাড়া, কলেজরোড, জামতলা, গলাচিপা এলাকার সড়কে দীর্ঘ যানজট দেখা যায়। 


অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী শহরে যানজট ও তাদের কার্যক্রমের বিষয়ে বলেন, আমরা শহরের ৭টি পয়েন্টে কমিউনিটি পুলিশ নিযুক্ত করেছি৷ কিন্তু এছাড়াও শহরে অলিগলি রয়েছে। অলিগলি দিয়ে শহরে অটোরিকশা প্রবেশ করছে। তবে আগে যদি ৫ হাজার অটোরিকশা ঢুকত এখন ঢুকে ১০০ থেকে ২০০। ব্যাটারি চালিত অটো প্রবেশ কমে যাওয়ায় রিকশার চলাচল শহরে বেড়েছে। এছাড়া শহরের অবৈধ লেগুনা স্ট্যান্ড শীগ্রই উচ্ছেদ করা হবে। যেহেতু এসব স্ট্যান্ডের স্থায়ী সমাধান করা যায়নি, তাই উচ্ছেদ করা হলেও আবারো বসে। 

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নারায়নগঞ্জের রূপগঞ্জেবাবার হাতে ছেলে খুন

জাগো বন্দর ২৪.নিউজ নারায়নগঞ্জের রূপগঞ্জেবাবার হাতে ছেলে খুন


রূপগঞ্জ প্রতিনিধি--- নারায়নগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে ছেলে সজিব (২২) নামে এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে। নিহত সজিব (২২) ছোট দড়িকান্দী এলাকার সেলিমের ছেলে।  মঙ্গলবার ১১এপ্রিল দুপুর ২ টায় উপজেলার গোলাকান্দাইল ছোট দড়িকান্দী এলাকার এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে কিস্তির টাকা নিয়ে সেলিম মোল্লা সজিবের মাকে মারধর করে। সজিব তার মাকে মারধরের সংবাদ পেয়ে  বাড়িতে ছুটে এসে বাবার সাথে মাকে মারার কথা বলতে গিয়েই উত্তেজিত হয় এবং বাবার পায়ে কোপ দেয়, এসময় বাবা সেলিম ছুরি দিয়ে সজিবের বুকের নিচে স্টেপ করে। সজিব মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী সজিবকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে চিকিৎসক সজিবকে মৃত্যু ঘোষণা করে। এদিকে আহত সেলিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য ছোট দড়িকান্দীর মৃত করিম হাজীর ছেলে মোঃ মাজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন পারিবারিক  কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে। তবে তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।

সোমবার, ২১ মার্চ, ২০২২

কার্গো জাহাজ এবং ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের দুই চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন- তদন্ত কমিটি

জাগো বন্দর ২৪.নিউজ শীতলক্ষ্যা নদীতে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এবং ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের দুই চালকই বেপরোয়া গতিতে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী।


সোমবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলআমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।


শামীম বেপারী বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি দুজনই বেপরোয়া গতির চালক ছিলেন (বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন)। আমরা ঘটনা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে পারবো। আশা করি এবার আমরা জোরালো পদক্ষেপ নিতে পারবো।’

রোববার (২০ মার্চ) দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জগামী আশরাফ উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়।



এ ঘটনায় রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেইসঙ্গে নিহত প্রত্যেকের মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুই শিশু রয়েছে। সেইসঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে এখনো নিখোঁজ চারজন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার আটজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর

জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার আটজনের তিনদিনের রিমান্ড করেছেন আদালত।

সোমবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- এমভি রূপসী-৯ নামের কার্গো জাহাজের প্রথম শ্রেণির মাস্টার রমজান আলী, দ্বিতীয় শ্রেণির মাস্টার নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও মো. নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন ও ইয়াছিন মিয়া, গ্রিজার রিয়াদ হোসেন ও সুকানি জাহিদুল ইসলাম।

রিমান্ডের বিষয়টি  নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের মঞ্জুর করেছেন


এর আগে রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জগামী আফসারউদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। এতে সর্বশেষ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে চারজন।

এ ঘটনায় আটজনকে আসামি করে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। একটি নৌ থানায়, আরেকটি সমুদ্র পরিবহন অধিদপ্তরে। মামলা দুটির বাদী হয়েছেন নৌ নিরাপত্তা উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ।

সোনারগাঁওয়ের জামপুরে মাদক সম্রাট ও ভূমিদস্যু মামুনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

জাগো বন্দর ২৪.নিউজ সোনারগাঁওয়ের জামপুরে মাদক সম্রাট ও ভূমিদস্যু মামুনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী 


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার জামাল উদ্দীন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত ভূমিদস্যু মামুনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।এলাকাবাসী জানায় বস্তল এলাকার বিএনপি নেতা ১৬ টি মামলার আসামী আরেক ভূমিদস্যু ও জ্বালাও পোড়াও মামলার আসামী গোলজারের ছত্রছায়ায় মামুন দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।কিছুদিন আগে জাল দলিল তৈরী করে অন্যের জমি দখলের মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী হওয়ায় ভূমিদস্যু মামুনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে সোনারগাঁও থানা পুলিশ।
এলাকাবাসী আরও জানায়,বিএনপি নেতা গোলজারের ছত্রছায়ায় মামুন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বস্তল এলাকার আশেপাশে প্রকাশ্যে মাদক বিক্রি,জোরপূর্বক জমি দখল,এশিয়ান হাইওয়েতে ছিনতাই,চাঁদাবাজি করে থাকে।মামুন নিজে তার বাহিনীকে নেতৃত্ব দিয়ে এসব অপরাধ কর্মকান্ড করে বিধায় স্থানীয় তালতলা ফাঁড়ির পুলিশ একাধিক বার সন্ত্রাসী মামুনকে গ্রেফতার করতে গেলেও বিএনপি নেতা ভূমিদস্যু গোলজার বিভিন্ন ভাবে মামুনকে নিজের গোপন আস্তানায় লুকিয়ে রাখে।গোলজার মামুনকে দিয়ে একটি স্টীল কোম্পানির পক্ষে জোরপূর্বক কৃষকের জমি দখল করিয়ে নেয় বলেও অভিযোগ করেন গ্রামবাসী। এমনকি সরকারী রাস্তা নির্মাণ করতে গেলেও বিএনপি নেতা গোলজার ও মামুন বাহিনী চাঁদা দাবি করার কারণে তাদের বিরুদ্ধে চাঁদা বাজি মামলা নেয় পুলিশ।তবে রহস্যজনক কারণে মামুনকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়,রুপগঞ্জের মাছিমপুরের শীর্ষ সন্ত্রাসী তাওলাদ হোসেন তালুর অন্যতম সহযোগী হয়ে অস্ত্র বহণ করে দীর্ঘদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে মামুন।সম্প্রতি রুপগঞ্জ ছেড়ে সোনারগাঁওয়ের জামপুরে মামুন নতুন করে বাহিনী তৈরী করে অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে।তার বিরুদ্ধে কোন এলাকাবাসী কথা বললে সে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে হামলা চালায় এই ভয়ে গ্রামবাসী মামুনের বিরুদ্ধে কিছু বলতে পারেনা।জামপুরের সাধারণ জনগণ সন্ত্রাসী মামুন বাহিনীর কাছে জিম্মি অবস্থায় অসহায় হয়ে দিন কাটাচ্ছে। তাই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় তালতলা ফাঁড়ির ইনচার্জের প্রতি সোনারগাঁওয়ের জামপুরের শান্তিপ্রিয় এলাকাবাসীর দাবী দ্রুত সন্ত্রাসী মামুনকে গ্রেফতার করে গ্রামবাসীকে তার আতঙ্ক থেকে রক্ষা করুণ।

শনিবার, ১৯ মার্চ, ২০২২

জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়িতে হামলা

জাগো বন্দর ২৪.নিউজ জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়িতে হামলা


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। 

শনিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জালকুড়ির তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শনিবার (১৯ মার্চ) দুপুরে ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন তিন জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে মোঃ বিল্লাল হোসেন উল্লেখ করেন, তার মায়ের মামা মোঃ হামিদ শেখের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। হামিদ শেখের হুকুমে মোঃ আফজাল এবং মোঃ কবির দেশীয় অস্ত্র দিয়ে তাদের বাড়িতে হামলা করে এবং বাসা থেকে নগদ ৫০ হাজার  টাকা নিয়ে যায় বলে ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন,এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে ।

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

পূর্ব শত্রæতার জের ধরে ছেলে ভাতীজা মারধরের ও প্রাণে মেরে ফেলার অভিযোগ

জাগো বন্দর ২৪.নিউজ পূর্ব শত্রæতার জের ধরে ছেলেÑ ভাতীজা মারধরের ও প্রাণে মেরে ফেলার অভিযোগ



পূর্ব শত্রæতার জের ধরে ছেলেÑ ভাতীজা মারধরের ও প্রাণে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার( ১৫ মার্চ) সকালে পুরান সৈয়দপুরে এলাকায় মারধরের ঘটনা ঘটে। আহত ছেলে সোহেল (৩৮) ও ভাতিজা বাবু(৩৫)। এ ঘটনায় মো আব্দুল জলীল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।


অব্দুল জলীল অভিযোগ করে জানান,একই এলাকার নুর হোসেন (৪০), মকবুল হোসেন (৩৫) ,পাবেল (৩০) সর্ব পিতা-মৃত ফয়েজ মিয়া, আকবর আলী (৮২) আওলাদ হোসেন (৪৫),  পারভেজ (২৮), আমির হোসেন (৩০) উভয় পিতা-মৃত খোয়াজ মিয়া, কাউছার (২৫), ইভা আক্তার (২৮), মকবুল হোসেন, রেসোনা (৩০), হৃদয়(২৩),  নাজমা (৪৬),

করিতেছি যে, আমি একজন বৃদ্ধ লোক। বিবাদীগণের সহিত আমার বিভিন্ন আশা বিষয় নিয়া পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। সেই বিরোধের জের ধরিয়া

আমাকে মারধর করার জন্য সুযোগ খুঁজিতে থাকে। এরই ধারাবাহিক সকালে ১০ টায় ঘটিকার সময়  পুরান সৈয়দপুর তাদের বাড়ীর সামনে রাস্তায় উপর পূর্বে থেকে উৎ পেতে দেশীয় অস্ত্রসস্ত্র লাঠি-সোটা, রাম দা, নিয়ে আমার ছেলে সোহেল (৩৮), ভাতিজা-বাবু (৩৫) অতর্কিত হামলা করে। নুর হোসেন, পাবেল,  আকবর আলী,আমার ছেলে ও ভাতিজাকে অতর্কিত হামলা করে হাতে থাকা পাঠি ও লোহার রড দিয়া এলোপাথাড়ি ভাবে হামলা চালায়।  একপর্যায়ে আমি ঘটনা  দেখে আমার ছেলে ও ভাতিজাকে বাঁচাইতে এগিয়ে আসলে মকবুল হোসেন  হাতে থাকা ধারালো রামদা দিয়ে
আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায়  কোপ দিলে আমি উক্ত কোপ বাম হাত দিয়ে  প্রতিহত করলে আমার বাম হাত রক্তাক্ত জখম হয় ।
আওলাদ হোসেন ,পারভেজ, আমির হোসেন আমাকে তাদের হাতে থাকা শক্ত লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ইভা আক্তার ,কাউছার ,রেসোনা আমা পাঞ্চাবী টানা হেছড়া এক পর্যায় সাথে থাকা   ২,০০০ টাকার হাড়িয়ে যা।  এসময়  আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসতে দেখে তারা প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয় ভীতি দিয়ে ঘটনা স্থল থেকে চলে যায়।

রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

নারায়ণগঞ্জে গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময় অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ

জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে গাড়ির সিলিন্ডার থেকে গ্যাস অপসারণের সময় অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন রোববার (২০ ফেব্রুয়ারি) এ অগ্নিকাণ্ড ঘটে।



দগ্ধদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মো. আলম মিয়া (৪৫), মো. জজ মিয়া (৫০), হাসিনা মমতাজ (৪৭), সাথী আক্তার (২০), তাহমিনা আক্তার (১৮), আসমা আক্তার (৪৫) ও হাফসা আক্তার (০৬)। এছাড়া দগ্ধ শেফালি বেগম (৪০), আব্দুল বাতেন (৫০), আফসানাকে (২) স্থানীভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জাগো নিউজকে বলেন, আলীগঞ্জ ব্যাপারী বাড়ি এলাকায় গাড়িচালক সিলিন্ডার থেকে গ্যাস অপসারণ করছিলেন। এ সময় পাশে থাকা আলম নামের এক ব্যক্তি সিগারেটে আগুন ধরাতেই এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০ জন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জাগো নিউজকে বলেন, ফতুল্লার পাগলার আলীগঞ্জ এলাকা থেকে একই পরিবারের শিশুসহ সাতজন দগ্ধ হয়ে এসেছে।

এ চিকিৎসক আরও বলেন, তাহমিনা ও সাথী আক্তারকে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের দুজনকে ছেড়ে দেওয়া হবে। আর পাঁচজনের শ্বাসনালী পুড়ে গেছে। এদের মধ্যে মোহাম্মদ আলমের শরীরের ১০০ শতাংশ দগ্ধ, জজ মিয়ার শরীরের ৮০ শতাংশ দগ্ধ, আসমা আক্তারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ, হাসিনা মমতাজের শরীরের ৬৬ শতাংশ দগ্ধ, হাফসার শরীরের ১৬ শতাংশ দগ্ধ, তাহমিনা আক্তারের শরীরে ৫ শতাংশ দগ্ধ ও সাথী আক্তারের শরীরে ছয় শতাংশ দগ্ধ হয়েছে।
 

Top