ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ২১ মে, ২০২২

গাজীপুরে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় বন্দরের তাল ব্যাবসায়ী লিটন সহ তিনজন নিহত

জাগো বন্দর ২৪.নিউজ গাজীপুর থেকে তাল ক্রয় করে ফেরার পথে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় বন্দরের তাল ব্যবসায়ী লিটনসহ তিনজন নিহত হয়েছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দরের তাল ব্যবসায়ী লিটন (৫০), পিকআপ ভ্যানের চালক জাকির (২২) ও তার সহকারী মৃদুল হোসেন (১৫)।


আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, সকালে পূবাইলের বড় কয়ের এলাকা থেকে তাল কিনে পিকআপে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ব্যবসায়ী লিটন।



টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের নলছাটা এলাকায় পৌঁছালে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পিকআপে ধাক্কা দেয়। 


এতে পিকআপটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক, তার সহকারী ও ব্যবসায়ী লিটনের মৃত্যু হয়

কোন মন্তব্য নেই:

 

Top