রূপগঞ্জ প্রতিনিধি--- নারায়নগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে ছেলে সজিব (২২) নামে এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে। নিহত সজিব (২২) ছোট দড়িকান্দী এলাকার সেলিমের ছেলে। মঙ্গলবার ১১এপ্রিল দুপুর ২ টায় উপজেলার গোলাকান্দাইল ছোট দড়িকান্দী এলাকার এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১১ এপ্রিল মঙ্গলবার দুপুরে কিস্তির টাকা নিয়ে সেলিম মোল্লা সজিবের মাকে মারধর করে। সজিব তার মাকে মারধরের সংবাদ পেয়ে বাড়িতে ছুটে এসে বাবার সাথে মাকে মারার কথা বলতে গিয়েই উত্তেজিত হয় এবং বাবার পায়ে কোপ দেয়, এসময় বাবা সেলিম ছুরি দিয়ে সজিবের বুকের নিচে স্টেপ করে। সজিব মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী সজিবকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে চিকিৎসক সজিবকে মৃত্যু ঘোষণা করে। এদিকে আহত সেলিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য ছোট দড়িকান্দীর মৃত করিম হাজীর ছেলে মোঃ মাজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ভুলতা ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে। তবে তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন