জাগো বন্দর ২৪ নিউজঃনাতনির উপর নির্যাতনের বিচার চেয়ে ঢাকার রাস্তায় রাস্তায় দাদা
একমাস আগে ঘটে যাওয়া ধর্ষণ চেষ্টার বিচার চাইতে নাতনিকে নিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরছে দাদা। মঙ্গলবার ৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দাদা-নাতনি দাঁড়িয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার চান।
এসময় তিনি বলেন, এ বিষয়ে মামলা করা হলেও পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি এক মাসে।
দাদা মোহাম্মদ মোগল ভূঁইয়া বলেন, আমার নাতনি তানিয়া আক্তার (০৮) ক্লাস টু তে পড়ে। আমার ছেলে প্রবাসী। তার বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় সে আমার কাছেই থাকে। আমার এক প্রতিবেশী ভাতিজা শামিম ভুইয়া গত সেপ্টেম্বর মাসের ৩ তারিখ দুপুরে আমার নাতনিকে আম-পেয়ারার লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে একটি কাঁকরোলের টালে নিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার ছোট বোন বিষয়টি দেখে আগে এগিয়ে গেলে ধর্ষণের চেষ্টায়কারী শামীম পালিয়ে যায়। এরপর নরসিংদী সদর হাসপাতালে নিয়ে নাতনির চিকিৎসার ব্যবস্থা করি।
তিনি আরও বলেন, এ বিষয়ে নরসিংদীর শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু গত এক মাসে পুলিশের পক্ষ থেকে অভিযোগকারীকে গ্রেপ্তার করার কোন তৎপরতা দেখা যায়নি। তাই বাধ্য ঢাকায় এসেছি কিন্তু কোথায় গেলে সঠিক বিচার পাবো জানিনা।
এ বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, 'তদন্ত চলছে। আসামি পলাতক আছে বলে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। বাকি কার্যক্রম ঠিকমতোই চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন