এস এম কায়সার আশ্রাফীঃচট্টগ্রাম বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের বাকলিয়া থানা থেকে ইসলামি ছাত্র শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি হাত বোমা, ১২টি লোহার রড, ৫টি কাঠের লাঠি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
আটক তিন শিবির নেতা হলেন- মো. শহীদুল্লাহ (২১), তানভীর ইসলাম (২৪) ও আবদুল্লাহ আল মাহফুজ (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জানান, বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়কে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে থেকে দু’জনকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্ততে আরকেজনকে বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন