টাকার বাজেট ঘোষণা করেন নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী।প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৫৮ কোটি ৬৬ লক্ষ ০৫ হাজার ২৪৩ টাকা আয় এবং ৬৫১ কোটি ১৭ লক্ষ ৫৩ হাজার ৬৫৪ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।বছর শেষে ঘোষিত বাজেটে ৭ কোটি ৪৮ লক্ষ ৫১ হাজার ৫৮৯ টাকা উদ্বৃত্ত থাকবে।গত অর্থবছরে বাজেট ছিল ৮৭০ কোটি ৩৯ লাখ টাকাএবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা-ড্রেন-গভীর নলকূপ স্থাপন খাতে।
বাজেটে অবকাঠামোগত উন্নয়ন যথা- রাস্তা,ড্রেন,ব্রীজ,কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ,বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন,দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ,তথ্য প্রযুক্তি,শিক্ষা,স্বাস্থ্য, যানজট নিরসন,জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন,খেলাধূলার মানোন্নয়ন, ষ্ট্রীট লাইট স্থাপনসহ পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।ADB,CGP,MGSP,ADP প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা,পরিবেশ সংরক্ষা এবং নাসিকের আওতাধীন খালসমূহ খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।নাসিকের আয়বর্ধক প্রকল্প হিসেবে নিজ ভূমিতে বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠান নির্মানসহ খেলাধূলার মানোন্নয়নে প্রতিটি ওয়ার্ডে খেলাধূলার সামগ্রী বিতরণসহ মাঠ উন্নয়নের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বাজেট ঘোষনা পর্ব শেষে বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের মতামত ব্যাক্ত করেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র,কাউন্সিলর, রাজণৈতিক দলের নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন