ads

Responsive Advertisement
LATEST UPDATES

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

সাংবাদিক শেখ ইলিয়াছ কে খুনের ঘটনায়  আটক তিনজন কে ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরন ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাগো বন্দর ২৪. নিউজঃ বন্দরে দৈনিক বিজয় সাংবাদিক শেখ ইলিয়াছ (৫২) কে ছুরিকাঘাত করে খুনের ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে৷
মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
গত ১১ অক্টোবর রোববার রাত পৌনে ৮টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তা বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন করা হয় সাংবাদিক শেখ ইলিয়াছকে, সে ওই এলাকার মজিবর মিয়ার ছেলে৷স্থানীয় দৈনিক বিজয়ের নিজস্ব সংবাদদাতা হিসেবে কর্মতর ছিলেন ইলিয়াছ
সাংবাদিক খুনের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই রাতে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে খুনের মুল আসামী তুষারকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা৷
পরে অভিযান চালিয়ে রাতেই মিন্নত আলী মিনা (৬০) ও মিছির আলী (৫৩) নামে আরও দুইজনকে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন

কোন মন্তব্য নেই:

 

Top