ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

মদনগঞ্জ কানড় সংসদে উদ্যোগে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির

জাগো বন্দর ২৪.নিউজ মদনগঞ্জ কানড় সংসদের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটের উদ্যোগে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির 


১৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় মদনগঞ্জ কানড় সংসদ এর কার্যালয়ে, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটের উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন কামরুন্নাহার PHJF এর আর্থিক সহযোগিতায় সম্পূর্ন বিনামুল্যে ২ শ অধিক রুগির চোখের চিকিৎসা করা হয় এ থেকে অসহায় গরিব রুগিদের চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় ৪২ জন । বাছাই কৃত রুগিদের ছানি অপারেশন জন্য নারায়ণগঞ্জ ছহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

মদনগঞ্জ কানড় সংসদের সভাপতি নূর এ আজাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী নওশাদ আনোয়ার তুষার এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে রুগি দেখেন লায়ন ডাঃ শহিদুল আলম রাসেল, সাধারন সম্পাদক লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার, মেডিকেল অফিসার ডাঃ আঃ গাফ্ফার, ট্রেজারার লায়ন ইউনুছ আলী, পরিচালক লায়ন প্রদীপ কুমার পোদ্দার, লিউ এডভাইজার লায়ন শ্যামল সাহা, অফিস সহকারী শাহিন ও বাবুল কাদরী।

কানড় সংসদের আরো উপস্থিত ছিলেন সুমন মিয়া, মুজাহিদ, সোহেল, সুমন মেহেদী, জাহাঙ্গীর আলম, শাহিন, ফারুক মাসুদ, সুমন, নাজমুল, মজিবর সহ কানড় সংসদের সকল সদস্যবৃন্দ।

সহযোগিতায়, সোহাগ টেলিকম ও উজ্জল ডেকোরেটর।

কোন মন্তব্য নেই:

 

Top