পালিত হয়
শনিবার বিকাল ৫ টায় বন্দরে কদমরসুল কলেজ শাখার ছাএদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চ্যায়ারমেন জনাব তারেখ রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন
এবং তার পরিবারের জন্য এবং তার জন্য সুস্থতা চেয়ে দোয়া ও মিলাদ আয়োজন করেন কলেজ শাখার ছাএদলের আহবায়ক মেহেদী খান জিসান এবংবন্দরের দলীয় নেতারা।
উক্ত অনুষ্ঠানে সভাত্বি করেন
কদমরসুল কলেজ শাখার ছাএদলের আহব্বায়ক মেহেদী খান জিসান
এসময়ে উপস্থিতবৃন্দদের মধ্যে ছিলেন
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসবকদলের
সাধারণ সম্পাদক জুয়েল
যুগ্ন সাধারণ সম্পাদক নূরল ইসলাম
নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের সিঃ সভাপতি
রাফিউদ্দিন রাফি
সাংগঠনিক সম্পাদক মাফুজুর ইসলাম পাপন
সহ সভাপতি আলতাফ হোসেন
জেলা ছাএদলের যুগ্ন সসম্পাদক রাফি হাসান রাজু
মহানগর ছাএদলের যুগ্ন সাধারণ সম্পাদক হৃদয়
বন্দর থানা ছাএদলের সদস্য সচিব সাব্বির সহ
প্রমুখ নেতৃবৃন্দ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন