বন্দর প্রতিনিধি ঃ
নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার ৮ম শ্রেণীর স্কুল পড়ূয়া ছাত্রী মেঘলা আক্তার (১৪) ৫ লাখ টাকা নিয়ে প্রেমিকের সাথে অজানার উদ্যেশে পাড়ি জমিয়েছে।
নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার ৮ম শ্রেণীর স্কুল পড়ূয়া ছাত্রী মেঘলা আক্তার (১৪) ৫ লাখ টাকা নিয়ে প্রেমিকের সাথে অজানার উদ্যেশে পাড়ি জমিয়েছে।
জানা যায় : বাড়ির কাউকে না জানিয়ে বড় বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য জমানো ৫ লাখ টাকা নিয়ে
একই এলাকার কালাম মিয়ার ছেলে ইনসানের হাত ধরে মেঘলা আক্তার গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। মেঘলা আক্তার কল্যান্দীস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী, সে স্কুলে আসা যাওয়ার সুবাদে একই এলাকার কালাম মিয়ার ছেলে ইনসান দীর্ঘ দিন ধরে বাড়ীর সামনে স্কুল ছাত্রী মেঘলাকে উত্ত্যক্ত করতো ও বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলো এরই ধারাবাহিকতায় বাসায় রক্ষিত বড় বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা নগদ পাচঁ লাখ টাকা নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। তার পরিবার বহু স্থানে এবং আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করে মেঘলার কোন সন্ধান না পেয়ে তার মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার (২৩ নভেম্বর) মেঘলার প্রেমিক ইনসান ও তার বড় ভাই আলী ইসলাম সহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন