ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

বন্দরে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১


বন্দরে ১২ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগের কামাল(২৭) নামের একজনকে  গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কামালকে বন্দর উপজেলাধীন কল্যান্দী এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত কামাল সুদূর বরিশাল জেলার আগৈলঝাড়া  থানার মৃত সেকান্দার ব্যাপারীর ছেলে।  সে বর্তমানে কল্যান্দী শাহাবুদ্দিন খন্দকারের বাড়িতে ভাড়ায় বসত করে আসছে। 
শিশুটির বাবা জানান, তিনি একজন রিক্সা চালক তিনি কল্যান্দী এলাকায় তার মেয়ে ও ছোট বোনসহ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তিনি জানান অভিযুক্ত কামাল তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলো।  এনিয়ে তার বুদ্ধিহীন মেয়ের সঙ্গে দেড় বৎসর পূর্বেও শারিরীক সম্পর্কের অভিযোগ উঠে।  পরে স্থানীয় শালিশগনের মাধ্যমে এর মিমাংশা হয়। এরই জেরে গত ৩রা নভেম্বর সন্ধ্যায়  শিশুটির বাবা ও তার বোন বাড়িতে না থাকায় কামাল তাকে নানা প্রলোভন দেখিয়ে কল্যান্দী শাহাবুদ্দিন খন্দকারের আমবাগানে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এব্যাপারে শিশুটির পরিবারের পক্ষ থেকে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (৯৯৯) এ কল করলে বন্দর থানা পুলিশ কামালকে তার ভাড়াটে বাড়ি থেকে আটক করে। এব্যাপারে বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার নং-১১(১১)২০।
এঘটনায় ভিকটিমকে মেডিক্যালে পাঠিয়ে আসামিকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। 
উল্লেখ্য,অভিযুক্ত কামাল বিবাহিত এবং ২সন্তানের জনক।

কোন মন্তব্য নেই:

 

Top