নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ফতুল্লা মডেল থানাধীন ভূইঘড়ের কাঁচামাল ব্যবসায়ী কামরুল হাসান বাসা থেকে বের হয়ে দীর্ঘ ১ মাসেও ফিরে আসেনি। স্বামীকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছে স্ত্রী মনি। এ ব্যাপারে ফতুল্লা মডেল সাধারণ ডায়েরি করেন মনি।
ভূইগড় শিকদার পাম্প সংলগ্ন সুলতান মাহমুদের কন্যা গত ২৮ অক্টোবর ফতুল্লা মডেল থানায় জিডি নং -১৭১৭ ইং তারিখে মনি উল্লেখ করেন,তার স্বামী কানরুল হাসান গত ৭/১০/২০২০ ইং তারিখ সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় ব্যবসার কাজে বাসা হতে বের হন। অধ্যাবধি বাসায় ফিরে আসেনি। কামরুলের ব্যবহত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।বাসা থেকে বের হবার সময় কামরুলের পরনে ছিল অফ হোয়াইট টি শার্ট, মাথায় কফি রংয়ের টুপি,গ্রে রংয়ের প্যান্ট,গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫.৬ ইঞ্চি মুখের বাম পাশে কালো তিল রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন