ads

Responsive Advertisement
LATEST UPDATES

শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দক্ষিন কলাবাগ যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

 জাগো বন্দর ২৪.নিউজ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বন্দর দক্ষিন কলাবাগ যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

 

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টায় নুতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে  ২০২১ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে 
বন্দর দক্ষিন কলাবাগ যুব সমাজের উদ্যোগে এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান আয়োজন  করা হয় 
সে সময়ে নুতুন বছরে উ্দযাপন মধ্যে দিয়ে দিনটিকে স্বরণীয় হিসেবে যুব সমাজের উদ্যোগে ফানস,পোটকা ফুটিয়ে  এবং ঝমকালোর মধ্যে দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলার  শেষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সহ সভাপতি বক্তব্য রেখে বলেন সমাজকে মাদকমুক্ত গড়তে 
খেলাধুলা গুরুত্ব অনেক যা সমাজে অল্প 
বয়সের কিশোররা  অল্পতে ই মাদআসক্ত হয়ে পড়ছে  যা সমাজের ভয়াবহ প্রভাব ফেলছে  এরজন্য খেলাধুলা কোনো বিকল্প নেই যা আমরা খেলাধুলা মাধ্যমে মাদকমুক্ত করে সুন্দর সমাজ উপহার দিতে পারি 

প্রধান অতিথি মোঃ স্বপন নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সহ সভাপতি বিশেষ অতিথি, সুমন সরকার বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড  শ্রমিকলীগের নেতা 

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ও সহযোগিতায় 
আল আমিন, নাইমুল ইসলাম মুন্না, ফারুক, পলাশ মোহন, সাইফুল, শোভন,রুবেল, সাঈদ,রাজিব আরও প্রমূখবৃন্দ 





কোন মন্তব্য নেই:

 

Top