ads

Responsive Advertisement
LATEST UPDATES

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব আলহাজ্ব হান্নান সরকারের এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জাগো বন্দর ২৪.নিউজ নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব আলহাজ্ব হান্নান সরকারের এর  উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

। 

স্টাফ রিপোর্টার - বৃহস্পতিবার ৪ তারিখ বাদ আছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব আলহাজ্ব হান্নান সরকারের  উদ্যোগে নিজ কার্যালয়ে ২৮০ জন  গরীব  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  করা হয়,  
জনাব আলহাজ্ব হান্নান  সরকার বক্তব্য রেখে বলেন  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্ব ও আমি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১,২২,২৩ মহিলা কাউন্সিলার শিওলী নওশাদ দুজনে মিলে এবং  এলাকার গন্য ব্যাক্তব্গ্ মিলে
শীতার্তদের মাঝে কম্বল তাদের হাতে পৌছে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী ও মেয়র মহোদয় এবং 
আমরা এগিয়ে এসেছে এবং বিওবানধের এগিয়ে আসার জন্য আহব্বান জানাই  যে শীতার্ত মানুষের পাশে থাকার জন্য  তিনি আরও বলেন আমরা সবাই এগিয়ে আসলে আমাদের দেশে শীতার্ত মানুষ থাকবেনা,


এসময়ে উপস্থিতিবৃন্দদের মধ্যে ছিলেন রাজা, বাবু
 সিকাদর,  সোহেল,প্রমূখবৃন্দ।

কোন মন্তব্য নেই:

 

Top