বন্দর প্রতিনিধি -বন্দর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ বলেছেন,স্বাধীনতা বিরোধী শক্তিরা বাংলাকে এখনো রাস্ট্র ভাষা হিসেবে মেনে নিতে পারেনি। তাই তার শহিদ মিনারে এসে হাত তালি, শ্লোগান ও জুতা পায়ে বেদিতে উঠে শহিদ মিনার অবমাননা করেছে।
বিএনপি জামাত হঠাৎ করেই যেখানে সেখানে উত্তেজনা সৃষ্টি করবেন।এটা জনগন মেনে নিবে না। সাবধান করে দিচ্ছি ফার্দার আর যদি তাল বাহানা করেন তাহলে এক চুলও ছাড় দেয়া হবে না।
সোমবার বিকেলে ২১শে ফেব্রুয়ারিতে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে এসে বিএনপি ও জামাত শিবির কর্তৃক শহিদ মিনার অবমাননার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছেলের বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধাণমন্ত্রী গনতন্ত্রের বিশ্বাসী। তাই আমরা চাই সবাই মিলে মিশে থাকি। কিন্তু আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা যদি এটা করতাম তাহলে আমাদের আর ঘরে থাকতে দিতেন না। কিন্তু আমরা ধৈর্য ধরেছি। আমরা যদি সেদিন ধৈর্য্য হারাতাম তাহলে কেউ পালিয়ে যেতে পারতেন না।
এশহিদ মিনার অবমাননা কখনো মেনে নেয়া হবে না। যে দুজন কাউন্সিলর (২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ)এখানে এসে লাফালাফি করেছেন আপনাদের ও কিন্তু ছাড় দেয়া হবে না।প্রয়োজনে প্রত্যেক পাড়া মহল্লায় আবারো সংগ্রাম পরিষদ গড়ে তুলে বঙ্গবন্ধু'র আদর্শকে প্রতিষ্ঠিত করব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন