ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র এর পক্ষে বন্দরে পুষ্পস্তবক অর্পণ


জাগো বন্দর ২৪.নিউজ বন্দর প্রতিনিধি -শনিবার ২০ তারিখ  রাত ১১,৫৯ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়রের পক্ষ থেকে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ দিয়ে স্রদ্দাঞ্জলি জানান 

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি,
মায়ের ভাষার প্রতি এত সম্মান, শ্রদ্ধা ও আত্নত্যাগের ইতিহাস পৃথিবীর আর কোন ভাষার মধ্যে দেখা যায়নি বিনম্র শ্রদ্ধা জানাই ৩০লাখ শহীদের প্রতি যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি
 
 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়রের পক্ষ থেকে ভাষায় শহীদের প্রতি বিনম স্রদ্দা ও পুষ্পস্তবক অর্পণ করেন নাসিক কাউন্সিলার ২১ নং ওয়ার্ড  আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিল সুলতান মাহমুদ, ২১,২১,২৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলার, শিওলী নওশাদ, ২২,২৩,২৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলার, শাওন অংকন আরও ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্মকাতা শাহাদাৎ হোসেন  সও আরও প্রমূখ



 

কোন মন্তব্য নেই:

 

Top