ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

জাতির জনকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শরিয়তপুর নড়িয়া উপজেলার জপসায় " জন্মশতবার্ষিকী" পালিত

জাগো বন্দর ২৪.নিউজ জাতির জনকের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে শরিয়তপুর নড়িয়া উপজেলার জপসায় " জন্মশতবার্ষিকী" পালিত

…..............।। নড়িয়া প্রতিনিধি ঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৭মার্চ "জন্ম শত বার্ষিকী" উপলক্ষে শরিয়তপুর নড়িয়া উপজেলার জপসা ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া,ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন জপসা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন বয়াতি, এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের সদস্য আলম বয়াতি, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খোকন বয়াতি সহ আওয়ামী লীগ, যুবলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন সহ জপসা ইউনিয়ন পরিষদের সর্বসাধারণ জনগণ।

কোন মন্তব্য নেই:

 

Top