বন্দর প্রতিনিধি -নাঃগন্জের বন্দর 'বি এম ইউনিয়ন স্কুল ও কলেজএর ২০১৭ব্যাচের শিক্ষার্থীরা স্কুলের 'প্রাক্তন গনিত শিক্ষক
শাহআলম তালুকদারকে ''আইকন শিক্ষক'' নির্বাচিত করেন..
বন্দর 'বি এম ইউনিয়ন স্কুল ও কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের এ্যালামনাই এ্যাসোসিয়েশন কর্তৃক ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা প্রাক্তন গনিত শিক্ষক শাহালম তালুকদারকে 'আইকন শিক্ষক' নির্বাচিত করেন।গত ১৩মার্চ শনিবার বিদ্যালয়ে এ আয়োজন করেন। ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা তাদের মধ্যেমনি প্রানপ্রিয় স্যারের উদ্দেশ্য বলেন,শ্রদ্ধেয় শাহআলম তালুকদার স্যার একজন সাদা মনের মানুয ছিলেন।স্যারের মত একজন শিক্ষকের স্নেহধন্য হতে পেরে আমরা গর্ববোধ করি।এ স্কুলে তিনি বেশ কয়েক বছর পাঠ দান করিয়াছেন।ছাত্রদের মেধাবিকাশে এবং স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন।স্কুলের উন্নয়নে তিনি ছিলেন নিবেদিত প্রান।গনিত পাঠদানে স্যার ছিলেন সুপরিচিত।সন্তানতুল্য ভালবাসায় স্যার আমাদের আগলে রাখতেন, শাসন করতেন।জীবনে প্রতিষ্ঠিত হতে স্যারের উপদেশ এবং দিকনির্দেশনা আমাদের ভবিষ্যতে চলার পথে পাথেয় হয়ে থাকবে।স্যার আমাদের প্রেরনা আমাদের পথ প্রদর্শক।তার অভাব কোনদিন ও পুরন হবার নয়।শ্রদ্ধেয় স্যারের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।২০১৭ ব্যাচের সন্তানতুল্য আদরের শিক্ষার্থীদের উদ্দেশ্য শাহালম তালুকদার বলেন, তোমাদেরকে ও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমাদের প্রতি সবসময় আমার আশীর্বাদ থাকবে। জীবনে অনেক বড় হও এই প্রার্থনা করি।আমার জন্য দোয়া করবে। সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইল।এ সংবর্ধনায় বি এম ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন নারায়ানগনজ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম সেলিম ওসমান বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার
নারায়ণগঞ্জ মহানগর ছাএলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু সহ আরও প্রমূখ বৃন্দ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন