জাগো বন্দর ২৪.নিউজ"""""অসাধু ব্যবসায়ীর সহযোগিতায় সাধু গণমাধ্যম কর্মি""""
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ৯-৬-২০২১,রোজ বৃহস্পতিবার। যেখানে অন্যায় সেখানে হোক প্রতিবাদ,এই কথাটি মাথায় রেখেই সকল মানুষের পথ চলা।
নারায়ণগঞ্জ ফতুল্লা, পঞ্চপটির এনায়েত নগর একালায়,শাহনাজ মার্কেট এর ভিতরে, আক্তার হোসেন নামের এক ভোজ্য তেল ব্যবসায়ী ,দীর্ঘ দিন যাবৎ গোপনে চালিয়ে যাচ্ছে তৈল প্যাকেটজাত এবং বাজারজাত।গোপন সূত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জ এর তদন্ত অফিসের কর্মকর্তা ( DB), এবং ডি এস বি পুলিশ কে তথ্য দিয়ে, কিছু সাংবাদিক সেখানে উপস্থিত হলে, দোকানের সাটার নামানো দেখতে পায়,সাংবাদিক সাটার তুলতেই দেখতে পায়, আক্তার হোসেন (ব্যবসায়ী)রাতের অন্ধকারে খোলা তৈল করছে প্যাকেট। ঘটনার ভিডিও করা হলে, এবং আক্তার হোসেন এর কাছে সেই ব্যবসার কাগজ পএ চাওয়াতে, এবং কোনো রকম ফিল্টার না করে ভোজ্য তৈল কেনো ফ্রেস তৈল এর বোতলে ভরা হচ্ছে সেই কথা জিজ্ঞেস করাতে, সে শুরু করে নানা তালবাহানা। তাৎক্ষণিক সে কাগজ পএ না এনে ফতুল্লার পতিনিধি (গিয়াসউদ্দিন) সাংবাদিককে মুঠো ফোনে কথা বলান। সে স্পষ্টের সাংবাদিক দের সাথে ভালো ব্যবহার করেন এবং আক্তার হোসেনকে সঠিক তথ্য দেওয়ার অনুরুধ করেন। তার কিছুক্ষণ পরেই আক্তার হোসেন দৈনিক অগ্রবানী প্রতিদিন এর এক সাংবাদিকে স্পষ্টে নিয়ে আসেন,এবং সে স্পষ্টে থাকা সাংবাদিকদের সাথে বাজে ব্যবহার করেন।দীর্ঘ সময় তর্কবিতর্ক হওয়ার পরে, উক্ত মার্কেটের মালিক এর ছেলে মোঃশাহিন হোসেন সেখানে পৌছায় এবং তার অফিসে আক্তার হোসেন সহ সবাইকে নিয়ে যায়।সেখানে নিয়ে তার মার্কেট এর সম্মান এর কথা চিন্তা করে, তথ্যগুলো সঠিক কিনা তা খতিয়ে দেখে, সাংবাদিকদের সাহায্য করবে বলে যানান।এদিকে এক প্রকার জোর করেই অগ্রবানী প্রতিদিন এর সাংবাদিক ঘটনাস্থলের সকল বিডিও ডিলিট করতে সাংবাদিকদের বাদ্য করে।
যেখানে একটা গণমাধ্যম কর্মি একটা অবৈধ ব্যবসার কাজে সহযোগিতা করে যায়, সেখানে সাধারন মানুষ তো এসব দূর্নীতি করতে আরো সাহস পাবে।সাংবাদিকতা করতে হবে সততার সাথে।নীতি এবং নিষ্ঠার সাথে। যেখানে কলম চলবে দ্রুত গতিতে, সেখানে সাংবাদিকদের মুখেই আজ টেপ মারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন