ads

Responsive Advertisement
LATEST UPDATES

শুক্রবার, ২৫ জুন, ২০২১

আমদিয়া ইউনিয়নর মোশাররফ মেম্বার "জনপ্রিয়তার শীর্ষে'.

জাগো বন্দর ২৪.নিউজঃআমদিয়া ইউনিয়নর মোশাররফ মেম্বার "জনপ্রিয়তার শীর্ষে'.


.....……...........।।

-  আসন্ন ইউ.পি. নির্বাচনে সারা দেশের মতো নরসিংদী পলাশ উপজেলার  আমদিয়া  ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে  এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে । এই নির্বাচনকে উপলক্ষ্য করে এখন থেকেই মাঠে চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নিজ নিজ এলাকায় প্রচার প্রচরণায় ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার, এবং মহিলা মেম্বার পদে প্রার্থী হতে তারা জোর প্রচেষ্টা ও লবিং করে যাচ্ছেন।
• তন্মধ্যে আমদিয়া  ইউনিয়নে ৩,৪ নং ওয়ার্ডে বর্তমান সফল মেম্বার, পুনরায়  
 মেম্বার পদে আলোচনায় আছেন তরুণ প্রজন্মের সমাজ কর্মী ইউনিয়ন   ,অসহায় অবহেলিতদের পাশে নিবেদিত প্রাণ, বনাইদ আখালিয়া  গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন (মোশাররফ মেম্বার)।

 
• তিনি ইতিমধ্যে করোনাকালীন লক-ডাউনের সময় অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা সহ নানাভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এ ছাড়াও এলাকায় শিক্ষা, ধর্মীয় কাজ,বাল্য বিবাহ রোধ,মাদক নিয়ন্ত্রণ ,  অসহায় মানুষদের  সহায়তা সহ নানাভাবে মানুষকে সহায়তা করেন বলে এলাকায় একজন সমাজসেবক হিসেবে সুপরিচিত রয়েছে।বনাইদ গ্রামের বাসিন্দা বৃদ্ধ  ফজলুল হক বলেন,মোশাররফ মেম্বার আমদিয়ার ৩নং ওয়ার্ডের ছোট বড় অনেক সড়কের স্থাপন, মেরামত, গ্রামের অনেক মানুষের সাহায্য সহযোগিতা করেছে আমরা পুনরায় মেম্বার হিসেবে মোশাররফ মেম্বার কে'ই চাই।
তিনি বলেন,আমি ইতিমধ্যে এলাকায় ভিবিন্ন সমাজিক অনুষ্ঠান,অসহায় গরীব মানুষদের সাহায্য সহযোগিতা সহ সাধারণ মানুষের পাশে থেকেছি,আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

কোন মন্তব্য নেই:

 

Top