ads

Responsive Advertisement
LATEST UPDATES

শুক্রবার, ৯ জুলাই, ২০২১

কঠিন চক্রান্তে কুচক্রী মহল যুবলীগ নেতা সজীবকে নিয়ে

জাগো বন্দর ২৪.নিউজ-কঠিন চক্রান্তে কুচক্রী মহল যুবলীগ নেতা সজীবকে নিয়ে

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক, নাজমুর রহমান (সজীব)কে নিয়ে কিছু কুচক্রী মহল কঠিন চক্রান্তে লিপ্ত হয়েছে।
                এ কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশে  নাজেহাল করার লক্ষে, তার আত্মমর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে, কথিত কিছু অনলাইন নিউজ পোর্টালে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাসিল করার জন্য অহেতুক ও বানোয়াট নিউজ প্রচারে মরিয়া হয়ে উঠেছে।
               এ বিষয়ে যুবলীগ নেতা সজীব বলেন, আমি অত্যন্ত মর্মাহত ও দুঃখের সাথে বলছি, যারা আমাকে নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে তাদের ইচ্ছে কখনোই পূরণ হবে না। কারণ তারা ব্যক্তিগত আক্রোশ ও শত্রুতার জের ধরে সমাজে ও গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন ও সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশে লিপ্ত হয়েছে তারা কখনোই উপযুক্ত কোন প্রমাণাদি দেখাতে পারবে না। কারণ আমি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছি।
আমাকে যুবলীগ পদের ইউনিয়ন সাধারণ সম্পাদকের স্থানে বসিয়ে যে সম্মান দিয়েছে সে সম্মানের কোন ত্রুটি আমি কখনো করি নাই, করছি না, এবং করবোও না।
                যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান ধরে রাখা যায় সেভাবে আমি জনগণের
 মাঝে কাজ করে যাচ্ছি। যারাই আমাকে
 নিয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রচারে লিপ্ত হয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি ,আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন। যদি উপযুক্ত প্রমান দেখাতে পারেন আমি নিজে সেলেন্ডার করব। আর যদি প্রমাণ দিতে না পারেন আমি বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।

কোন মন্তব্য নেই:

 

Top