ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ১৭ জুলাই, ২০২১

প্রশাসনের অন্তরালে আজিজ এবং বুচির মাদক ব্যবসা "

জাগো বন্দর ২৪.নিউজ"প্রশাসনের অন্তরালে আজিজ এবং বুচির মাদক ব্যবসা "



নারায়ণগঞ্জ পতিনিধিঃ১৭-০৭-২০২১।নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানা দিন, মধ্যবর্তী এলাকাগুলোতে গড়ে উঠেছে মাদকের বিশাল আখড়া।শহরের বিভিন্ন এলাকা সহ, অনেকগুলো স্থানে সেন্টিগ্রেডে চলছে মাদক ব্যবসা।নির্দিষ্ট কিছু  স্থানের মধ্যে,  অন্যতম স্থান হল চানমারি। এখানে বিভিন্ন জায়গা থেকে আগত, লোক গুলোই এই মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এর মধ্যে  অন্যতম এক ব্যবসায়ী হলো মোঃ আজিজ  উরফে (আইজ্জ)এবং তার স্ত্রী ইতি ওরফে (বুচি)।সকল প্রকার মরন নেশায় হাত বাড়ালেই পাওয়া যায় তাদের কাছে।এক প্রকার ভ্যারাইটিজ দোকানের মতোই মাদকের সব আইটেম আছে তাদের কাছে।এরা মোবাইল ফোনের মাধ্যমেও ফেরি করে খুব সহজেই মাদক পৌঁছে দিচ্ছে গ্রাহকের হাতে।এদের মধ্যে হত্যা সহ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিও রয়েছে।পুলিশের চোখে ফাঁকি দিয়েই, দিনের পর দিন করে যাচ্ছে মাদক ব্যবসা।

কোন মন্তব্য নেই:

 

Top