ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ৭ আগস্ট, ২০২১

সোনারগাঁয়ে আক্তার-মিজানের চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন ও হকার

জাগো বন্দর ২৪.নিউজসোনারগাঁয়ে আক্তার-মিজানের চাঁদাবাজিতে অতিষ্ঠ পরিবহন ও হকার



নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকার মোগরাপাড়া চৌরাস্তায় আক্তার ও মিজান প্রকাশ্যে চাঁদাবাজি ও লুটপাট করার নানা অভিযোগ পাওয়া যায়।
রাস্তার পাশে হকারদের কাছ থেকে ও পরিবহন ড্রাইভারদের থেকে জানা যায়, সোনারগাঁ থানা রোডে প্রকাশ্যে দিনের বেলায় লাইনম্যান এর মাধ্যমে টোকন দিয়ে অটোরিক্সা-পিকআপ ভ্যান থেকে চাঁদাবাজিতে ব্যস্ত আক্তার ও মিজান গ্রুপ।
এছাড়াও মোগরাপাড়া ফুট ওভারব্রিজের উপরে ও নিচের হকারদের কাছ থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে, হকারদের বেচাকেনা না হলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে লুটপাট করে মালামাল নিয়ে যায়।
এভাবেই চলছে তাদের দুজনের রাজত্ব সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায়।
পরিবহন ড্রাইভার ও হকারগন এ চাঁদাবাজী থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।

কোন মন্তব্য নেই:

 

Top