ads

Responsive Advertisement
LATEST UPDATES

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নারায়ণগঞ্জ বন্দরে ফরাজী কান্দা এলাকায় ট্রাক ও অটোর সংর্ঘষে স্কুল ছাত্রী সহ আহত- ৫

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে ফরাজী কান্দা এলাকায় ট্রাক ও অটোর সংর্ঘষে স্কুল ছাত্রী সহ আহত- ৫


বন্দর প্রতিনিধি: বন্দরে এক সড়ক র্দূঘটনায় স্কুল ছাত্রীসহ ৫ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো অটো চালক কামাল হোসেন (৫৫) যাত্রী খোকন (৩৫) আয়শা বেগম (২৭) ও স্কুল ছাত্রী আরিফ আক্তার (১৫)। প্রত্যেক্ষদৃশিরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। 

ওই সময় ঘাতক পিকআপ চালক কৌশলে পালিয়ে যায়।  গতকাল সোমবার বিকেল ৪টায় বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের ফরাজিকান্দা এলাকায় এ সড়ক র্দূঘটনাটি ঘটে।  সড়ক র্দূঘটনার সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক পিকআপ গাড়ী আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রত্যেক্ষদৃশিরা গনমাধ্যমকে জানিয়েছে, 

গত কাল সোমবার বিকেলে ঢাকা মেট্রো ঠ ১১-৪২০৯ নাম্বারে একটি পিকআপ গাড়ী মদনগঞ্জ এলাকায় ইট নামিয়ে বেপরোয়া গতিতে চালিযে মদনপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পরে পিকআপ গাড়িিট ফরাজিকান্দা এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রবিাহি অটো ইজিবাইকে সজরে ধাক্কা দিলে ওই সময় অটো  ইজিবাইকে দুমড়ে মুচড়ে গিয়ে খাদে পরে যায়। ওই সময় স্থানীয়া দ্রুত ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত আহতদের অবস্থা আংশা জনক বলে হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

 

Top