বন্দর প্রতিনিধি -মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ধর্ষক গ্রেফতার জেলার বন্দর থানায় মোবাইল ফোনে
স্বামী পরিত্যাক্তা (৩৫) এক নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় আলী আশরাফ(৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দড়ি সোনাকান্দা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আলী আশরাফ ওরফে আগুনকে মদনগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এব্যপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, স্বামী পরিত্যাক্তা ওই নারীকে গত এক সপ্তাহ আগে মোবাইল ফোনে ডেকে নেয় আলী আশরাফ গং। এরপর মদনগঞ্জের ময়লার ভাগাড়ের সামনের একটি জঙ্গলে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় এক সপ্তাহ আগে বন্দর থানায় একটি মামলা হয়। তারপর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামী আলী আশরাফকে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন