ads

Responsive Advertisement
LATEST UPDATES

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

বন্দর ইউনিয়ন পরিষদের কলাবাগ থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত ১০০০ফুট রাস্তাটির নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে

জাগো বন্দর ২৪.নিউজ বন্দর ইউনিয়ন পরিষদের কলাবাগ থেকে চৌধুরীবাড়ী পর্যন্ত ১০০০ফুট রাস্তার 
নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে



বন্দর ইউনিয়ন পরিষদ মানুষের ভোগান্তি যেন শেষ ছিলো না  বন্দর ইউনিয়ন পরিষদের কলাবাগ থেকে শুরু করে ১০০০ফুট বন্দর চৌধুরী বাড়ী পর্যন্ত রাস্তাটির

অবশেষে দীর্ঘ ভোগান্তির পড়ে বন্দর ইউনিয়নে ১নং ও ২নং ওয়ার্ড মধ্যে ১০০ফুট রাস্তাটির কাজ গত ২৭ তারিখে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব 
একে এম সেলিম ওসমান ও দু দু'বারের সফল চেয়ারম্যান  বন্দর  ইউনিয়ন পরিষদে এহসান উদ্দিন 
হস্তক্ষেপে এ পর্যন্ত ৫০০ফুট রাস্তার দ্রুত গতিতে এগিয়ে চৌধুরী বাড়ী থেকে সালে পাগলা পর্যন্ত রাস্তার কাজ এগিয়ে আসছে, আর মাএ বাকি ৫০০ফুট রাস্তা পূর্ন নির্মান কাজ শেষ হলে বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগা থেকে চৌধুরী বাড়ী পর্যন্ত রাস্তা নির্মান কাজ শেষ হবে 



বন্দর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ড মেম্বার
সাব্বির আহম্মেদ ইমন ও চান্দু সাংবাদিকদের জানান 
আল্লাহ অশেষ রহমতে বন্দর ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ একটি রাস্তা যে রাস্তাটি দিয়ে দূর দূরান্তে মানুষ নারায়ণগঞ্জ গিয়ে কাজ করে এলাকাবাসীরও প্রানের দাবি ছিলো রাস্তাটির পূর্ন নির্মান চায় ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জে ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  একে এম সেলিম ওসমান সাহেব কে এবং দু দু,বারের সফল চেয়ারম্যান বন্দর ইউনিয়ন পরিষদ  এহসান উদ্দিন কে 
তাদের হহস্তক্ষেপে এই কাজটি আমরা দ্রুত গতিতে এগিয়ে নিতেপারি সাংবাদিকের জবাবে আরও বলেন 
যে বৈবাহিক আবহাওয়া যদি বৃষ্টি পাত না হয় তাহলে এই কাজটি অল্প কিছু দিন সময়ে কাজ শেষ করতে পারবো আশাবাদী, পাশাপাশি ওয়ার্ড মেম্বার দের পাশাপাশি ওয়ার্ডের জনগন রা জানায় যে আমরা কৃতজ্ঞ যে আমাদের ভোগান্তির কথা চিন্তা করে বহুদিন রাস্তাটির পূর্ণ নির্মান না হওয়াতে আমাদের অনেক সমস্যা সমূখন হতে হয়েছে এই রাস্তাটির পূর্ণ নির্মান আমার বন্দর ইউনিয়নে চেয়ারম্যান ও এমপি সেলিম ওসমান সাহেব কে ধন্যবাদ জানাই যে আমাদের চলাচলের সু চিন্তা করে রাস্তাটির নির্মান কাজ করে দেওয়ার জন্য এবং জণগণের পাশে থেকে সবসময় উন্নয়ন করে যাচ্ছে ওয়ার্ডের মেম্বার দের  ও   চেয়ারম্যান  এহসান উদ্দিন সাহেব কেও 

















কোন মন্তব্য নেই:

 

Top