ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বন্দর ইউপি পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ ইমনের মনোনয়ন পএ সংগ্রহ

জাগো বন্দর ২৪.নিউজ মনোনয়ন পএ সংগ্রহ করেছেন বন্দর ইউপি ১নং  ওয়ার্ড মেম্বার সাব্বির আহম্মেদ ইমনের  আগামী ইউনিয়ন পরিষদ  নির্বাচনে পূনরায় মেম্বার হিসেবে মনোনয়ন পএ সংগ্রহ করেছেন




 রবিবার  ১০ (অক্টবোর) দুপুর ১  টায় আসন্ন বন্দর ইউপি পরিষদের ১ নং ওয়ার্ড  মেম্বার  উপজেলা পরিষদের নির্বাচন কমিশনার আব্দুল কাদের  এর  কাছ থেকে  মনোনয়ন পএ সংগ্রহ করেছেন মোঃ সাব্বির আহম্মেদ ইমন   

 সকলের দোয়া ও  প্রত্যাশা কামনা করে উন্নয়নের দ্বারা কে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাকে বহমান করতে এবং সমবন্টন মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন করার লক্ষ্য নির্বাচন অংশ্রহন করছি  

উল্লেখ্য, আগামী ১১নবেম্বর বন্দর ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর প্রার্থী যাচাই বাছাই ২০ অক্টোবর, প্রত্যাহার ২৬ অক্টোবর এবং  প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর 

কোন মন্তব্য নেই:

 

Top