ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ভূমিদস্যু প্রতারক মানিকের উৎপাতে সর্বশান্ত হিমন খান

জাগো বন্দর ২৪.নিউজবন্দর প্রতিনিধি  - প্রতারকদের উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছে বন্দরবাসী । শীর্ষ ভূমিদস্যূ প্রতারক  মানিকের খপ্পড়ে নিশ্ব হয়ে গেছে হিমন খান । উল্লেখ্য যে, জমি বিক্রি করার নামে হিমন খান থেকে  ২৭-৭-২১ ইং তারিখে বায়না সূএে  জমি বিক্রির নামে   ৭  লক্ষ টাকা নিয়েছে পরশমল্লিকের ছেলে ভূমিদস্যূপ্রতারক মানিক (৫০),  
 ভুক্তভোগী হিমন খান সাংবাদিকদের জানান সাব কলা রেজিস্টার নামের  কথা  মানিক কে বল্লে তালবাহানা শুরু  করে এতে ভুক্তাভোগী হিমন খান  কোনরকম উপায় না পেয়ে এলাকার গন্য মাণ্য ব্যাক্তিব্গ নিয়ে কয়েক বার বসলে  সূরাহু হয়নি । নানারকম অজুহাত দেখিয়ে যায় প্রতারক মানিক,  তারমধ্য ১৯-৮-২০২১ তারিখে টাকা দেওয়ার কথা বলে হিমন খানকে খবর দিয়ে নিয়ে যায়  প্রতারক মানিক সল্পেরচক মৃত আবুজায়ের এর গরুর ফার্মের কাছে সেখানে  গেলে আনুমানিক সন্ধ্যা ৬ টায়  দিকে মানিক গং   সাবকলা  রেজিঃ কথা অস্বীকার করে ৫/৭ জন দেশীয় অস্র সস্র  নিয়ে  হিমন খানের উপর হামলা চালায়  এমতঅবস্থায়  হিমন খানের চিৎকার শুনে  আশেপাশের লোক  ছুটে  এগিয়ে আসলে ভূমিদস্যূ প্রতারক মানিক  তার সন্ত্রাসী বাহিনী গং সহ পালিয়ে যায় ।
 আহত অবস্থায় বন্দর  উপজেলা সাস্থ কমপ্লেক্স হিমন খানকে নিয়ে যায় আশেপাশের 
এমতঅবস্থায় পরবর্তীতে হিমন খান  স্বজনদের সাথে পরামর্শ করে ১৯-৮-২০২১ইং তারিখে স্ব শরীরে নিজে উপস্থিত থেকে  ভূমিদস্যূ প্রতারক মানিক (৫০) ও তার সন্ত্রাস গং বাহিনী বিরদ্ধে ভুক্তভোগী উক্ত বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করে যাহার নং ৮৫১ ।



কোন মন্তব্য নেই:

 

Top