ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

জনগনের দোয়া ও ভালবাস যেখানে আল্লাহ'র রহমত বেশি সেখানে- মোঃ শাওন মিয়া

জাগো বন্দর ২৪.নিউজ জনগনের দোয়া ও ভালবাস যেখানে আল্লাহ'র রহমত বেশি সেখানে- মোঃ শাওন মিয়া


নিজস্ব সংবাদদাতা // যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবন কালের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন, যা ইসলামে প্রকাশ। আবার যৌবন / তরুনরাই দেশের ভবিষ্যৎ, দেশ ও সমাজ উন্নয়নের ভূমিকা রাখবে। আর এ চিন্তাধারা যে ইহকালের জন্য ও পরকালের জন্য কিছু করতে পারলাম। জনগনের সেবাই পরম ইবাদত। আর জনপ্রতিনিধি ইচ্ছে করলেই হওয়া যায় না। এটা সয়ং আল্লাহ প্রদত্ত। জনগনের দোয়া ও ভালবাস যেখানে আল্লাহ'র রহমত বেশি সেখানে। ইহাকল ও পরকালের  চিন্তাধারার মনমানসিকতা হয়ছে জনপ্রতিনিধি হওয়ার। তাই বন্দর সদর ইউনিয়ন ৯ নং ওর্য়াড মেম্বার প্রার্থী হয়েছি বলে জানান মোঃ শাওন মিয়া ( অর্নাস) । বন্দরের ৯নং ওর্য়াডের বাগবাড়ি( মৃধা বাড়ির) সন্তান। 

বন্দরের ৯ নং ওর্য়াড মেম্বার প্রার্থী মোঃ শাওন মিয়া ( অর্নাস) আরো বলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ চাচা ১৩ বছর ৬মাস হতে রাজনীতিতে আসে। ১৫ বছর  বয়সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন। আবার ৭১'র মহান মুক্তিযুদ্ধে যান। যৌবন কালে রাজনীতি, চেয়ারম্যান হয়ে জনগনের খাদেম হন, আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের করেছে গর্বিত। তার নীতিগত অনুসরণ পূর্বক আমি মেম্বার প্রার্থী হয়েছি। বিগত করোনা মহামারিতে গরীব, অসহায় লোকদের পাশে দাঁড়িয়ে দেখেছি যদি মেম্বার হতে পারলে জনগনের জন্য আরো বেশি করতে পারতাম। জনগনের একজন অতন্দ্র প্রহরী হয়ে আগামী ৫টি বছর থাকার জন্য মেম্বার পদপ্রার্থী হয়েছি। ভয় নয়, শংকা নয়, জনগন আমাকে ভালবেসে ভোট দিয়ে জয় যুক্ত করবে ইনশাআল্লাহ। কারন জনগন সকল ক্ষমতার উৎস। আমার আস্তা ও ভালবাসার নিদেশন জনগন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। যাতে আল্লাহ আমাকে কামিয়াব করেন

কোন মন্তব্য নেই:

 

Top