ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বন্দর ইউপি ২নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী তালা মার্কায় প্রতীক পেলেন তাহাজ্জুদ ইসলাম

জাগো বন্দর ২৪.নিউজজাগো বন্দর ২৪.নিউজ বন্দর ইউপি ২নং ওয়ার্ড তালা মার্কায় প্রতীক পেলেন  তাহাজ্জুদ ইসলাম 


আসন্ন বন্দর ইউপি ২ নং ওয়ার্ডে জনগণের মনোনীত পদপ্রার্থী মোঃ তাহাজ্জুদ ইসলাম  থেকে তালা মার্কার পক্ষ থেকে নির্বাচনীয় সালাম গ্রহণ করে উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে আসন্ন বন্দর ইউপি পরিষদের নির্বাচন জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিন 

 বুধবার সকাল ১০টাকা  বন্দর উপজেলা পরিষদ থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৩ তারিখে যাচাবাছাই পড় আজ ২৭ তারিখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। 


উল্লেখ্য আগামী ১১ নবেম্বর নির্বাচন আজ মেম্বারদের মাঋে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মোঃ মতিউর রহমান  ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচন কমিশনার আব্দুল কাদের মেম্বার দের মাঋে  প্রতীক বরাদ্দ করেন এসময়ে উপস্থিত ছিলেন ভিবিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থীরা এ সময়ে উপস্থিত হয়ে আসন্ন বন্দর ইউপি পরিষদের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ  তাহাজ্জুদ ইসলাম নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মতিউর রহমান ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচন কমিশনার মোঃ আব্দুল কাদির থেকে তালা মার্কা প্রতীক পায়।

কোন মন্তব্য নেই:

 

Top