ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বন্দরে ২৫০'টাকা পাওনা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু' পক্ষের সংঘর্ষে আহত- ৬

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে পাওনা টাকা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু' পক্ষের সংঘর্ষে আহত- ৬

নারায়ণগঞ্জ বন্দর নাসিক ২৪নং ওয়ার্ড দেউলিয়া চৌড়াপাড়ায় বটতলা এলাকায়  শনিবার বিকেলে এ ঘটনা ঘটে প্রত্যাক্ষদ্শীরা  জানায় যে, গত কয়েকদিন আগে আহতদের একজন বলেন  হামলাকারী একজনের কাছ থেকে ২৫০টাকা  ধার নেয়, কিন্তু হামলা কারী পক্ষ থেকে পরিবার লোক জানায় আমাদের কাছ থেকে ১০হাজার টাকা ধার দিয়েছি । এ নিয়ে খানিক সময়ে দু পক্ষের মধ্যে কথায়  বাকবিতন্ডায় হয়, এর জের ধরে  নিজ বাসায় এসে দেশি দারালো অস্র, টেটা,জুইত্তা দিয়ে এলো পাতালে কোপ দিয়ে একই পরিবারে ৬জন কারো দুই হতে,কারো পিঠে, কারো পায়ে, ও কারো বুকে কোপ দিয়ে রক্তাক্ত জখম আহত করে ।  আহতরা হল  (১) সিরিনা বেগম (৫৫), স্বামী মৃত নুরু মিয়া, (২) ময়না বেগম (৩৫),স্বামী শফিকুল (৩) হামিদা বেগম (৬০), স্বামী মৃত নুরুল ইসলাম, (৪) আজিজুল (২৩), পিতা মজিবর, (৫) জিহাদ (১৫) পিতা পারবেজ সহ কে কুপিয়ে জক্ষম করে। ঐ এলাকার স্থানীয় সন্ত্রাসী বাহিনী  জাহাঙ্গীর, আপজাল গংরা । পরে এলাকা বাসী এগিয়ে এলে  সন্ত্রসী জাহাঙ্গীর, আফজালরা পালিয়ে যায় । স্থনীয়দের সহয়তাআহতদের বন্দর উপজেলা স্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।
 হামলাকারীরা হলো (১) রনি, (২) রানা পিতা জাহাঙ্গীর, (৩)জাহাঙ্গীর, আফজাল পিতা মিছির আলি, (৪) জনি পিতা মোশারফ, (৫) সোহান, (৬) মোতালিব, (৭) মামুন পিতা হানিফলাবলি, মারুফ, মাহাবুব পিতা ফজল,সহ আনুমানিক ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী বাহিনী কুপিয়ে জক্ষম করে ।পরে থানায় সন্ত্রসী জাহাঙ্গীর, আফজাল গংদের বিরূদ্ধে অভিয়োগ করা হয় । আহতরা বন্দর উপজেলা স্যাস্থ কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

কোন মন্তব্য নেই:

 

Top