ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কলাগাছিয়া ইউপি ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোরগ মার্কায় আমান উল্লাহ আমান জনপ্রিয়তার শীর্ষে


জাগো বন্দর ২৪.নিউজ আসন্ন কলাছিয়া  ইউপি জনগণের মনোনীত  মেম্বার পদপ্রার্থী মোরগ মার্কায় আমান উল্লাহ কে চাই ওয়ার্ডবাসী 


আসন্ন কলাগাছিয়া ইউপি পরিষদের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী সৎ যোগ্য মোরগ মার্কায় আমানউল্লাহ আমান ৫ নং ওয়ার্ডে উন্নয়নের রূপকার হিসেবে  দেখতে চাই ওয়ার্ড বাসী। 


আমান উল্লাহ আমান গণমাধ্যম কে বলেন জনগণের সমর্থনে আমি কলগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন 
সকলের দোয়া প্রত্যাশা কামনা করি সবসময় আমি আমার  ৫ নং ওয়ার্ড কে উন্নয়নের রোল মডেল হিসেবে
এগিয়ে নেওয়ার জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আমি নির্বাচন এসেছি। তিনি আরও আমি জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী তাই আমি আমার ওয়ার্ডবাসীর উদ্দেশ্য
বলতে চাই আপনারা সামনে উন্নয়নের কথা চিন্তা করে আপনারা যাচাই বাছাই করে সৎ শিখিত সমাজ গড়তে আপনি যাকে ভালো মনে করবেন তাকে আপনার মূল্যবান ভোট ১১ তারিখ নির্বাচনে দিয়ে তাকে জয়যুক্ত করবে আমি সবশেষে এতটুকু বলতে চাই আমি সপ্ন দেখাবো আমি আপনাদের ভোট নির্বাচন হলে তা বাস্তবায়ন করে দেখো ইনশাআল্লাহ। 

উল্লেখ্য আগামী ১১ তারিখ  বৃহস্পতিবার ৯ থেকে ৪  টা পযন্ত ভোটের শেষ সময়। 

কোন মন্তব্য নেই:

 

Top