ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নারায়ণগঞ্জে টিকটক ভিডিও বানাতে গিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে( ১৮) এক যুবকের মৃত্যু


জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জে টিকটক ভিডিও  বানাতে গিয়ে চারতলা ভবন থেকে  নিচে পড়ে এক(১৮) যুবকের মৃত্যু। 

শুক্রবার ১৯ নবেম্বর বিকেলে নারায়ণগঞ্জ পাইকপাড়া 
ভূতের গলি এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম অনিল (১৮) সেই এলাকার নূর মিয়ার ছেলে।


প্রত্যক্ষদ্শীরা জানান শুক্রবার বিকেলে অনিল ভিডিও বানাতে গিয়ে চারতলা ভবন থেকে নিচে পড়ে মাথা থেতলিয়ে যায় গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল 
(ভিক্টরিয়া) হাসপাতালে গিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করে সেখানে নিয়ে গেলে কর্তব্যত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।







কোন মন্তব্য নেই:

 

Top