বন্দর কদম রসুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও নাসিক ২২ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী কাজী জহির। বন্দর থানা যুবদলের সভাপতি মহিউদ্দিন শিশিরের ছোট ভাই আনিস হত্যা মামলায় ১৬৪ ধারা জবানবন্দিতে কাজী জহির ওই মামলার আসামী। আনিস হত্যা মামলায় আদালতে জবানবন্দিতে কাজী জহির আসামী। হত্যা মামলায় পলাতক কাজী জহির এমন সংবাদ চাওড় হলে সর্বত্র আলোচনা ও সমালোচনা। ক্ষমতাসীন দলের ও কাউন্সিলর প্রার্থী কাজী জহির হত্যা মামলার ওয়ারেন্ট নিয়ে পলাতক জীবন যাপন করছে এমন সংবাদের ভিত্তিতে তার মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি জানান, সাবদীর আনিস হত্যা মামলার রুবেল নামের এক আসামী আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিতে আমার নাম বলে। কিভাবে ওইটা হয়েছে তা জানি। জামিন নিয়ে নেই তারপর এ বিষয়টি দেখবো বলে ফোন রেখে দেন।
১৫ নভেম্বর (সোমবার) বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এস আই আবুল খায়ের এ ওয়ারেন্টের বিষয় নিশ্চিত
করে বন্দর থানার সাব-ইন্সপেক্টার আবুল খায়ের জানান, বন্দর সাবদী
এলাকার আনিছ হত্যা মামলা নং ৭৮(৫)১৭ যাহার ২নং আসামী মো: জহিরুল ইসলাম(কাজী জহির) এর বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে। ওয়ারেন্টের বলে তাকে গ্রেফতার করতে তার এলাকায় যাই এবং সে পুলিশের উপস্থিতিটের পেয়ে কৌশলে পালিয়ে যায়। আমিসহ আমার থানার অন্য অফিসাররা তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।
এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কোন আসামী পুলিশের চোখ ফাকি দিয়ে বেশি দিন পালিয়ে থাকতে পারে নাই আর পারবেও না। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন