ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী মোঃ সনেট মাহমুদ

জাগো বন্দর ২৪.নিউজ বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী মোঃ সনেট মাহমুদ

 


১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানোর সব বাধা দূর হয়। পরাধীন থেকে স্বাধীনতা লাভ করে মুক্তি কর্মী জনতা। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। হাজারো মা-বোন সর্বশ হারিয়েছে। 
মহান এই বিজয় দিবস উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকলকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সনেট মাহমুদ। 

তিনি জানান,  নয় মাস মুক্তিযুদ্ধে অন্তত ৩০ লাখ প্রানের তাজা রক্তে ভিজে পবিত্র হয়েছে এ দেশের মাটি। বিজয়ের ঠিক আগ মূহুর্তে ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্রে রাজাকার, আলবদরদের সহযোগিতায় অসংখ্য বুদ্ধিজীবি হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক, সাংবাদিক,  আইনজীবি,  ডাক্তার,  প্রকৌশলীদের খুজে বের করে বিভৎস হত্যাকান্ড চালায় হায়নারা। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পরাধীনতা শিকল ছিড়ে বিজয়ী হয় বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

 

Top