নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সাবদী গ্রীন গার্ডেন'র সামনে ব্রম্মপুত্র নদীর পাড় থেকে হোসিয়ারী শ্রমিক শান্ত (১৬) মরদেহ উদ্ধার করে কলাগাছিয়া নৌ পুলিশ ফাড়ী। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ।
৩১ মার্চ বৃহস্পতিবার বেলা ৩ টায় এ মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায় : গত ২৯ মার্চ মঙ্গলবার রাতে বন্ধুদের নিয়ে ব্রম্মপুত্র নদীর পাশে বিলে যাওয়ার সময় বন্ধুদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
আটককৃতরা হলো বন্দর থানার হাজরাদী এলাকার মাহবুব আহমেদ'র ছেলে বিপ্লব (১৮) সহিদুল্লাহ'র ছেলে রনি (১৮), জিউধরা এলাকার সহিদুল ইসলাম'র ছেলে আকাশ (১৮), নিশং এলাকার মোক্তার হোসেন'র ছেলে মিনহাজ (১৮), মোহনপুর এলাকার রুপচান মিয়া'র ছেলে আসরাফুল ইসলাম সিয়াম (১৮) মামুন মীর'র ছেলে সাজিত (১৮)।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন