বন্দর ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকায় স্থানীয় চোর ও মাদক ব্যবসায়ী সালাউদ্দিন গং এর বিরুদ্ধে মইনুল ইসলাম নামে এক যুবককে হাত-পা ভেঙে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
উত্তর লক্ষনখোলা এলাকায় আবদুল আউয়াল মিয়ার ছেলে তাজুল ইসলাম এর তুলার কারখানায় গত সোমবার রাত আনুমানিক ১০.৩০ দিকে সালাউদ্দিন ও তার সাঙ্গ-পাঙ্গরা চুরি করার জন্য ঢুকে। এরই মধ্যে ঘটনাস্থলে তাজুল ইসলাম এর ছোট ভাই মইনুল ইসলাম এসে পড়ে। পরবর্তীতে মইনুল চোরদের চিনে ফেলায় তাদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে একই এলাকার ফুলচান মিয়ার ছেলে চোর সালাউদ্দিন তার অন্যান্য ভাইসহ অজ্ঞাত আরো কয়েকজনকে ফোন করে ঘটনাস্থলে ঢেকে আনে এবং মইনুল ইসলামকে চোর সালাউদ্দিন ও তার অপর দুই ভাই সাইফুদ্দিন ও সজীব তুলার কারখানা ভিতরে হত্যার উদ্দেশ্য ধারালো চুরি দিয়ে পায়ে কোপ দেয় এবং লোহার পাইপ ও রডের এঙ্গেল দিয়ে হাত ও পায়ে পিটিয়ে হাত পা ভেঙ্গ ফেলে।
মইনুলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোর সালাউদ্দিনসহ তার অন্যান্য ভাই ও সঙ্গীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও মইনুলের স্বজনরা মইনুলকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়৷
এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন