জাগো বন্দর ২৪.নিউজ নিয়ে বিভ্রান্তি বিভিন্ন মামলায় হয়রানির শিকার ব্যাবসায়ী আলআমিন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড এর উত্তর লক্ষনখোলা এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ আলামিন। পেশায় তিনি একজন তুলা ব্যবসায়ী। একই এলাকার অপর আবুল কাশেমের ছেলে তার নামও আলামিন। সে পেশায় একজন গাড়ি চালক। একই এলাকাতে দুইজন পিতা ও পুত্রের নাম এক কিন্তু মায়ের নাম ভিন্ন৷ আর এই নামের বিভ্রান্তি সৃষ্টির কারনে বিভিন্ন সময়ে বেকায়দায় পড়েন তুলা ব্যাবসায়ী আলামিন। তিনি প্রতিবেদককে জানান, ড্রাইভার আলামিন তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় আসামি হলে পুলিশ ভুলবশত পিতা পুত্রের নাম এর মিল থাকায় একই নামের কারণে তুলা ব্যবসায়ী আলামিন অর্থাৎ তাকে গ্রেপ্তার করে। পরে ড্রাইভার আল আমিনের স্ত্রী তাকে সনাক্ত করেন যে তিনি তার স্বামী নন তিনি অন্য আলামিন এই মর্মে পরবর্তীতে তিনি ছাড়া পান। এ নিয়ে একাধিকবার নামের বিভ্রান্তির কারনে পুলিশি সহ বিভিন্ন ঝামেলায় তাকে পড়তে হচ্ছে। এই নাম বিভ্রান্তির কারনে আমি যেমন হয়রানির শিকার হচ্ছি অপরদিকে প্রশাসন ও হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে আমি প্রশাসনের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেন। এদিকে এই রকম ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপরদিকে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সঠিক ব্যাক্তিকে চিহ্নিত করতে না পারার কারণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন