ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ১৪ মে, ২০২২

বন্দরে মসজিদে মানহানি মূলক বক্তব্যকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে মসজিদে মানহানি মূলক বক্তব্যকে কেন্দ্র করে মুরশেদ(২৪) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে হত্যা ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



শুক্রবার (১৩ মে) বিকেলে আহতের মা খোদেজা বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, নারায়ণগঞ্জ বন্দর একরামপুর ইস্পাহানি জামে মসজিদ কমিটির কিছু লোক এলাকার ব্যবসায়ী হাজী মাইনু উদ্দিন আহমেদের নামে বিভিন্ন সময়ে মসজিদ ইস্যু নিয়ে মানহানিকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদ কমিটির হাজী জাহাঙ্গীর মানহানিকর বক্তব্য দেয় মাইন উদ্দিন নামে।

এ ব্যাপারে নামাজ শেষে মাঈনুদ্দিনের ছেলে মোরশেদ প্রতিবাদ করলে হাজী জাহাঙ্গীর তার ছেলে বিপ্লব, সহযোগী মমতাজ উদ্দিন, পনির মিলে মোরশেদকে মসজিদের সামনে মারধর করে। একপর্যায়ে জাহাঙ্গীর ও পনির মিলে মোরশেদকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। পরে অন্যান্য মুসুল্লিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাঃগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মোরশেদের মা বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই সাথে এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে প্রশাসনের কাছে।

কোন মন্তব্য নেই:

 

Top