নারায়ণগঞ্জ বন্দরের ১৯ নং ওয়ার্ডস্থ শান্তিনগরে অপরাধের রাজত্ব গড়ে তুলেছে নানা অপকর্মের হোতা ডিস দুলাল। একাধিক মাদক মামলা, ছিনতাই, হত্যা, ধর্ষনসহ অসংখ্য মামলা মাথায় নিয়ে শান্তিনগরে বিলাসবহুল বাডি বানিয়ে রাজকীয় বাবে অপরাধ জগত চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে। শান্তিনগরে বিলাসবহুল বাড়িসহ যাতায়াতের সড়কে দামি সিসি ক্যামেরা বসিয়ে নিজ বাড়িতে বসে মাদক ব্যবসা সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করছে। ডিস দুলালের অপরাধ জগতের অন্যতম সহযোগী ও হাতিয়ার হলো তার স্ত্রী। এর মধ্যে ২য় স্ত্রী নাসিমা ওরফে নাসি হলো দুলালের প্রধান হাতিয়ার। শান্তিনগরে বিলাসবহুল বাডিড়ে বসে সিসি ক্যামেরার মাধ্যমে ডিস দুলাল রাজকীয় ভাবে অপরাধ জগত চালিয়ে যাচ্ছে। ডিস দুলালের রয়েছে একাধিক বাহিনী। ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের জন্য আলাদা আলাদা বাহিনী রয়েছে। ডিস দুলাল ও তার ৩ স্ত্রী মোট ৪ জন মিলে চালিয়ে যাচ্ছে অপরাধের রাজত্ব। সরেজমিন সহ বিভিন্নসূত্রে নানা এসব তথ্য পাওয়া গেছে। ডিস দুলালের অপকর্মের সংবাদ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ও থেমে নেই অপরাধের রামরাজত্ব। তার অপরাধ জগত সহ রাজকীয় অপরাধ জগত কে ডিস দুলাল ভিন্নদিকে নিতে ডিসের ব্যবসাকে পুজি হিসাবে ব্যবহার করছে। নিজেকে বাচাতে নানা কৌশল অবলম্বন করে চলছে। তার স্ত্রীদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে ডিস ( ক্যাবল) ব্যবসাকে পুজি করে দুলাল তার অপরাধের রাজত্ব চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলেই দুলাল তার স্ত্রী সহ বিভিন্ন মাধ্যমে সেই প্রতিবাদী ব্যাক্তিকে নানা বাবে হয়রানি করে। শান্তিনগর এলাকায় ডিস দুলালের অপরাধের রাজত্বে প্রশাসনের জরুরি অভিযানের দাবী জানিয়েছে এলাকাবাসী ও সচেতন মহল। আরো আসছে বিস্তারিত....
সোমবার, ১৬ মে, ২০২২
মদনগঞ্জ শান্তিনগরে ডিস দুলালের রাজকীয় অপরাধ জগত! প্রশাসনের হস্তক্ষেপ কামনা
জাগো বন্দর ২৪.নিউজ মদনগঞ্জ শান্তিনগরে ডিস দুলালের রাজকীয় অপরাধ জগত! প্রশাসনের হস্তক্ষেপ কামনা..
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন