ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ৪ জুন, ২০২২

নারায়নগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

জাগো বন্দর ২৪.নিউজ স্বামীর হাতে স্ত্রী খুন নারায়ণগঞ্জ
সদর থানাদিন ২ নং বাবুরাইল এলাকায় মোঃ শামসুল হক এর একমাত্র কন্যা নুরতাজ (২৬) কে হত্যা করে তার স্বামী আউয়াল(৩৩) ও তার ভাসুর ফজলুর রহমান (৪৫) সহ গং এ নিয়ে নারায়ণগঞ্জ সদর থানায় মৃত নুরতাজ এর ভাই মোঃ আয়ান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শুক্রবার (৩ই জুন) সকাল ৬টায় ২ নং বাবুরাইল এলাকায় মোঃ শামসুল হক এর নিজ বাড়ি থেকে তার একমাত্র কন্যা নুরতাজ এর লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় মৃত নুরতাজ এর স্বামী ও ভাসুর ফজলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত নুরতাজ এর ভাই মোঃ আয়ান সাংবাদিকদের বলেন, বিগত অনেকদিন যাবত আমার বোন জামাই বিদেশ থেকে বাংলাদেশে আসে কিন্তু সে কোন কাজকর্ম করেনা আমার আব্বা আমাদের বাসায় তাদের থাকার এবং খাবারের ব্যবস্থা করে দেন, কিন্তু দিন দিন আমার বোন জামাই আমার বোনকে টাকা-পয়সার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আমরা এর আগে অনেকবার এ নিয়ে বিচার করেছি আজ সকাল আনুমানিক ছয়টায় আমি আমার বোনের মৃত্যু সংবাদ পাই আমার বোনের রুমে গিয়ে দেখতে পারি বোনজামাই ঘরের ফলোর থেকে আমার বোনকে কোলে নিয়ে খাটে শোয়াচ্ছে এবং সাথে আমরা থানায় যোগাযোগ করি আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা করি। তদন্ত কর্মকর্তা বলেন, এলাকাবাসীর সহযোগিতায় মৃত নুরতাজ এর স্বামী ও ভাসুর ফজলুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে ও ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই:

 

Top