ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

জাগো বন্দর ২৪.নিউজ ...
 
ই-পেপার 


প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
পুঁজিবাজার
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
বিশেষ প্রতিবেদন
ফিচার
মতামত
সাক্ষাৎকার
রাজপাট
আদালত
গণমাধ্যম
Bashundhara Noodles
 বাংলাদেশ
সরিষার ফুলে ছেয়ে গেছে সালথা-নগরকান্দার মাঠের পর মাঠ
  নুরুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর)

  ২৩ ডিসেম্বর ২০২২, ১৩:০৪
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing button


ফরিদপুরের সালথা ও নগরকান্দায় একযুগ আগেও ব্যাপক হারে চাষ করা হতো ধনিয়া, কালোজিরা, রসুন, মসুরি, মটর কলাই, গম, ছোলা, তিল ও সরিষা। তখন এসব ফসলের গন্ধে প্রতিটি এলাকার বাতাস ভারি হয়ে থাকতো। পরে অর্থকরী ফসল পাট-পেঁয়াজের চাপে দৈনন্দিন এসব ফসল প্রায় বিলুপ্তি হয়ে যায়।

গেল কয়েক বছর শখ করে ছাড়া বাণিজ্যিকভাবে এসব ফসল তেমন কাউকে চাষ করতে দেখা যায়নি। তবে গতবার থেকে ভোজ্য তেলের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় এর মধ্যে সরিষার ওপর নজর পড়েছে কৃষকদের। যে কারণে উভয় উপজেলায় ১১৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে এবার।


আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা গেছে, উভয় উপজেলায় প্রচুর পরিমাণে সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা ক্ষেতে হলুদ ফুলে ছেয়ে গেছে। মৌমাছির দল সরিষার ফুলের ওপর দিয়ে ঘুরাঘুরি করছে আর গুণগুণ করে গান গাইছে। সরিষার ক্ষেতের এমন দৃশ্য গত ১০-১২ বছরেও চোখে পড়েনি। পেঁয়াজের পাশাপাশি সরিষা উৎপাদনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। অনেকে আবার পেঁয়াজের চেয়ে সরিষার চাষের দিকে নজর দিচ্ছেন বেশি।

নগরকান্দার পুরাপাড়া এলাকার কৃষক মোসলেম মাতুব্বর বলেন, আমি গত ১০ বছরে সরিষার আবাদ করেনি। তবে তেলের দাম বাড়ায় পেঁয়াজের পাশাপাশি এবার একবিঘা জমিতে সরিষার চাষ করেছি। আমি ছাড়াও অনেকে তেলের চাহিদা মেটাতে সরিষার চাষ করছেন। তারা ফসলি জমির পাশাপাশি পতিত জমিতেও সরিষা উৎপাদন করছেন। যদি ফলন ভাল হয়, তাহলে উৎপাদিত সরিষা থেকে যে তেল আসবে, তা দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করতে পারবো।

সালথার মুড়াটিয়া গ্রামের আফছার উদ্দীন বলেন, বর্তমানে অর্থকরী ফসল পেঁয়াজ আবাদ করে আমাদের লোকসান হচ্ছে। অথচ একসময় বেশি লাভের আশায় এই পেঁয়াজের চাষ করতে গিয়ে সরিষার চাষ বাদ দিয়েছিলাম। এখন বাজারে ভোজ্য তেলের অতিরিক্ত হওয়ায় ১৫ কাঠা জমিতে সরিষার আবাদ করছি। আশা করছি এবার পেঁয়াজের চেয়ে সরিষা আবাদে বেশি লাভ হবে।

নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, তেলের দাম বাড়ায় এবার নগরকান্দায় সরিষার আবাদও বেড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৫৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। যা গতবারের তুলনায় ১৩০ হেক্টর বেশি। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি কিতছুটা মেটানো সম্ভব হবে। মাঠ পরিস্থিতি বিবেচনায় সরিষার আশানুরূপ ফলন হবে বলে আশা করছি।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, গতবারের চেয়ে সরিষার আবাদ বেশি হয়েছে। এবার উপজেলার ৮টি ইউনিয়নে ৬৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। চলমান আবহাওয়া বিবেচনায় আশা করছি সরিষার ফলন ভাল হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি জমিতে সরিষা চাষ করতে পারলে, এসব জমিতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করা যাবে।

কোন মন্তব্য নেই:

 

Top