ads

Responsive Advertisement
LATEST UPDATES

সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

জাগো বন্দর ২৪.নিউজ ফতুল্লার পঞ্চবটি এনওসিএস, শীতলক্ষ্যা অফিস দূর্ণীতির আখড়ায় পরিনত হয়েছে

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি, এনওসিএস, শীতলক্ষ্যা অফিস দূর্ণীতির আখড়ায় পরিনত হয়েছে। কিলো প্রতি সরকারি ভাবে ব‍্যাংক জমা ৮ শত টাকা ধার্য্য করা হয়েছে কিন্তু অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ গ্রাহকদের নিকট হতে সরকারি ধার্য্যকৃত মূল্যের অতিরিক্ত ৩ গুন টাকা নিচ্ছে বলে গ্রাহকদের থেকে মুঠোফোনে জানা যায়। 
  অফিস কর্মকর্তা ও কর্মচারীদের নিকট সরকারি ধার্য্যকৃত মূল্যের চেয়েও অধিক টাকা কেন নেওয়া হচ্ছে তা জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেননি কেউ।        
  এ ছাড়া আরো অভিযোগ পাওয়া যায়, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করলে অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী প্রতিটি ফাইল করতে অধিক টাকা আদায় করে নিচ্ছে।
 এদিকে মাঠ পর্যায়ে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে মিটার চেক করার নাম করে মিটারের বিভিন্ন ক্রটি দেখিয়ে জরিমানা করার ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগী গ্রাহকরা।     
 গ্রাহকগন উক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সাজানো নাটকে প্রতারনার স্বীকার হয়ে মোটা অঙ্কের অর্থ খোয়াচ্ছে। আবার কোন গ্রাহক যদি তাদের সাজানো ঘটনা বুঝতে পেরে যায়, তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ পাওয়া যায়।


এ ব্যাপারে অফিসের কর্মকতাদের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে কোনো রকমের 


মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

জাগো বন্দর ২৪.নিউজবাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ নবনির্মিতক শিপবিল্ডিং ও শীতালক্ষ্যা৷ গেষ্ট হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে।। 


নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি (নাজমুল খন্দকার) 


মঙ্গলবার সকালে বিল্ডিং সহ বিভিন্ন পুত্র কাজের শুভ  উদ্বোধন ঘোষণা করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।। 

নবনির্বিত এই শিপবিল্ডিং টি উদ্বোধনের মাধ্যমে আবু অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।। এটি নির্মাণের মাধ্যমে জাহাজ এবং বোট নির্মাণ কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে।। বিশেষ করে বর্ষা মৌসুমে জাহাজের কনস্ট্রাকশন কাজের প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে।। শেডটির দৈর্ঘ্য ১২০.৫১ মিটার,প্রস্থ ৪৬.১৭ মিটার, ৩০.৪৮ মিটার, ফ্লোর এরিয়া ৫ হাজার ৫০০ বর্গমিটার যেখানে  লোড বহন সক্ষমতা ৫ টন এছাড়া শেডটিতে রয়েছে দুইটি ২৫ টন ক্ষমতা সম্পন্ন ওভারহেড ক্রেন ও রয়েছে একটি আধুনিক সিএনসি মেশিন যা ডকইয়ার্ডের সক্ষমতাকে আরো একধাপ উন্নীত করবে।। পাশাপাশি আগত অতিথিদের বিশ্রামের জন্য নির্মান করা হয়েছে শীতালক্ষ্যা নামের একটি গেস্ট হাউজের।।


এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার 
 আব্দুল্লাহ আল মাকসুস, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খোদা সহ ইয়ার্ডের কর্মকর্তাবৃন্দ।।




শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

জাগো বন্দর ২৪.নিউজ ...
 
ই-পেপার 


প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
পুঁজিবাজার
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
বিশেষ প্রতিবেদন
ফিচার
মতামত
সাক্ষাৎকার
রাজপাট
আদালত
গণমাধ্যম
Bashundhara Noodles
 বাংলাদেশ
সরিষার ফুলে ছেয়ে গেছে সালথা-নগরকান্দার মাঠের পর মাঠ
  নুরুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর)

  ২৩ ডিসেম্বর ২০২২, ১৩:০৪
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing button


ফরিদপুরের সালথা ও নগরকান্দায় একযুগ আগেও ব্যাপক হারে চাষ করা হতো ধনিয়া, কালোজিরা, রসুন, মসুরি, মটর কলাই, গম, ছোলা, তিল ও সরিষা। তখন এসব ফসলের গন্ধে প্রতিটি এলাকার বাতাস ভারি হয়ে থাকতো। পরে অর্থকরী ফসল পাট-পেঁয়াজের চাপে দৈনন্দিন এসব ফসল প্রায় বিলুপ্তি হয়ে যায়।

গেল কয়েক বছর শখ করে ছাড়া বাণিজ্যিকভাবে এসব ফসল তেমন কাউকে চাষ করতে দেখা যায়নি। তবে গতবার থেকে ভোজ্য তেলের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় এর মধ্যে সরিষার ওপর নজর পড়েছে কৃষকদের। যে কারণে উভয় উপজেলায় ১১৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে এবার।


আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা গেছে, উভয় উপজেলায় প্রচুর পরিমাণে সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা ক্ষেতে হলুদ ফুলে ছেয়ে গেছে। মৌমাছির দল সরিষার ফুলের ওপর দিয়ে ঘুরাঘুরি করছে আর গুণগুণ করে গান গাইছে। সরিষার ক্ষেতের এমন দৃশ্য গত ১০-১২ বছরেও চোখে পড়েনি। পেঁয়াজের পাশাপাশি সরিষা উৎপাদনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। অনেকে আবার পেঁয়াজের চেয়ে সরিষার চাষের দিকে নজর দিচ্ছেন বেশি।

নগরকান্দার পুরাপাড়া এলাকার কৃষক মোসলেম মাতুব্বর বলেন, আমি গত ১০ বছরে সরিষার আবাদ করেনি। তবে তেলের দাম বাড়ায় পেঁয়াজের পাশাপাশি এবার একবিঘা জমিতে সরিষার চাষ করেছি। আমি ছাড়াও অনেকে তেলের চাহিদা মেটাতে সরিষার চাষ করছেন। তারা ফসলি জমির পাশাপাশি পতিত জমিতেও সরিষা উৎপাদন করছেন। যদি ফলন ভাল হয়, তাহলে উৎপাদিত সরিষা থেকে যে তেল আসবে, তা দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করতে পারবো।

সালথার মুড়াটিয়া গ্রামের আফছার উদ্দীন বলেন, বর্তমানে অর্থকরী ফসল পেঁয়াজ আবাদ করে আমাদের লোকসান হচ্ছে। অথচ একসময় বেশি লাভের আশায় এই পেঁয়াজের চাষ করতে গিয়ে সরিষার চাষ বাদ দিয়েছিলাম। এখন বাজারে ভোজ্য তেলের অতিরিক্ত হওয়ায় ১৫ কাঠা জমিতে সরিষার আবাদ করছি। আশা করছি এবার পেঁয়াজের চেয়ে সরিষা আবাদে বেশি লাভ হবে।

নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, তেলের দাম বাড়ায় এবার নগরকান্দায় সরিষার আবাদও বেড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৫৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। যা গতবারের তুলনায় ১৩০ হেক্টর বেশি। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি কিতছুটা মেটানো সম্ভব হবে। মাঠ পরিস্থিতি বিবেচনায় সরিষার আশানুরূপ ফলন হবে বলে আশা করছি।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, গতবারের চেয়ে সরিষার আবাদ বেশি হয়েছে। এবার উপজেলার ৮টি ইউনিয়নে ৬৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। চলমান আবহাওয়া বিবেচনায় আশা করছি সরিষার ফলন ভাল হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি জমিতে সরিষা চাষ করতে পারলে, এসব জমিতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করা যাবে।

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

জাগো বন্দর ২৪.নিউজ বিজয় দিবস উপলক্ষে একে এম শামসুজ্জা স্স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনামেণ্ট ওশীতার্তদের মাঋে  কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়

বন্দর উপজেলার বুরুন্দী মুহাম্মাদীয়া  ইশলামিয়া হাফেজিয়া  মাদ্রাসা  মাঠ প্রাঙ্গনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হাজ্বী আহমেদ তুষার মাঈনউদ্দি এর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে একেএম সামসুজ্জোহা  স্মৃতি  গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট ও শীতার্তদের  মাঋে কলাগাছিয়া ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে এর  গরীব  অসহায় পরিবারদের মাঋে    ৩০০ কম্বল বিতরণ করা হয় 


উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে   এড ঃ আবুল হাসানাত শহীদ ভিপি বাদল  উদ্বোধক হিসেব ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও জাতীয় স্রমিক লীগের কেন্দ্রীয় দরকষাকষি আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজীম উদ্দিন প্রধান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 




শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

জাগো বন্দর ২৪.নিউজ নানা কর্মসূচির মধ্যে বিজয় দিবস উদযাপন করেছেন বন্দর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা 

বন্দর থানায় প্রতিনিধি -নাজমুল খখন্দকার 

শুক্রবার  (১৬ ই ডিসেম্বর)  সূর্যদয়ের সঙ্গে সঙ্গে  বন্দরে সমরক্ষেএ  মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশান কর্মকতাদের পক্ষ থেকে  শহীদ বীর মুক্তিযোদ্বাদের স্বরণে আনুষ্ঠানিক ভাবে  জাতীয় পতাকা উওলোন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ,  শহীদদের স্বরণে মাঠ প্রাঙ্গনে চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।




















 

Top