ads

Responsive Advertisement
LATEST UPDATES

Comments

বাংলাদেশ

Business

সর্বশেষ

Life & style

আন্তর্জাতিক

Technology

ভিডিও ফুটেজ

Photo

লাইভ

Business

রবিবার, ১২ মার্চ, ২০২৩

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোরগ্যাং সদস্যরা 

বন্দর উপজেলা থানাধীন বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে কলাবাগ এলাকা টি জেন অপরাধসগ্রকম জনমনে বাড়ছে দিন দিন আতংক উঠতি কমবয়সীদের ঘিরে চলছে নানা অপরাধ এতে আতংক মধ্যে বিরাজ করছে ওয়ার্ড বাসীদের মধ্যে  স্থানীয়রা জানান রাত যত গভীর হয় ততই ভয়ংকর রূপে পরিণত হয় এরা  নানান রকমের অপরাধ  ঘিরে ভিবিন্ন রকমের ব্যাবসায়ী বা কর্ম ক্ষেএ থেকে বাসায় ফিরে আসার পথে  হাড়াতে হচ্ছে টাকা মোবাইল ছিনতাই মতো প্রতিনিয়ত ঘটনা   পথ রোধ করে ধারালো অস্র নিয়ে ছিনত করে এরকম ঘটনার বর্ননা দেন গার্মেন্টসকম্ী ফারুক সাংবাদিকদের বলেন গত ৫ ই ং তারিখ কাজ থেকে একটু দেড়ি হয় বাসায় ফিরতে তখম আনুমানিক ১২টার উপরে বাজে ঠিক তখন বন্দর রেললাইন থেকে মাস্টার দোকান থেকে কিছুটা মানিক এর দোকানে সামনে পৌছালে রাস্তাটি সবসময় অন্ধকার থাকা কারুনে বেশ কয়েকজন ছেলে এসে আমাকে ছোট ছোট ধারালো ছুরি নিয়ে আমাকে পথ রোধ করে তখন আমার পেটর  মধ্যে ছুড়ি ঠেকিয়ে আমার ব্যাবহৃত মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় আমার ডাক চিৎকার লোকজন আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এছাড়া ও  স্থানীয়রা বলেন  এদের কিছু বললে  বাসায় বাড়িতে রাতে দল-বল নিয়ে এসে ধারালো অস্ত্র নিয়ে এসে হুমকি প্রধান করে  চলে আমরা দিন দিন আতংক মধ্যে বাস করছি কখন কি ঘটিয়ে ফেলে তা বলা যায়না আমরা আইন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করি 

মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যারাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়াস্থ জনৈক খলিল মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


 

এসময় তাদের কাছ থেকে শ্যাওলা কালারের ২টি কটি (জ্যাকেট) যাহার সামনে পিছনে হলুদ রংয়ের স্টিকার দ্বারা ইংরেজিতে ইউ লেখা আছে, ২ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১ জোড়া হ্যান্ডকাপের চাবি, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি (ওয়ার্লেস সেট), ১টি কাঠের তৈরী ওয়াকিটকি সদৃশ্য বস্তু (ওয়ার্লেস সেট) ১টি কালো রংয়ের খেলনা পিস্তুল (রিভালবার), ১টি আর্মি পোশাকের সদৃশ্য কটি (জ্যাকেট), ১টি সাদা রংয়ের নম্বর প্লেট যাহাতে ইংরেজিতে DHAKA METRO - HA-48- 7854 লেখা আছে, ২টি চাপাতি।


গ্রেপ্তারকতৃরা হলো-মোঃ খলিলুর রহমান মৃধা (৫৫), পিতা-মৃত আবুল হাসেম মৃধা, রামবল্লভ, দৌলতমৃধা বাড়ি, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালি, বর্তমানে মিজমিজি মাদ্রাসা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামাল আকন (৩৬), পিতা- মোঃ জলিল আকন, চাঙ্গাপাশা (আকন বাড়ী), থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, মোঃ আবু সালে হাওলাদার (২৫), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদার, চাঙ্গাপাশা (হাওলাদার বাড়ী), থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালি, বিল্লাল (৩৬) পিতা-আঃ খালেক, খারিজা বেতাগী (সন্যামত বাড়ী), থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, বর্তমানে মিজমিজি দক্ষিণপাড়া, সিদ্ধিরগঞ্জ, আবু হানিফ (৩২) পিতা-মৃত নান্নু মিয়া, মালাইবাংগড়া বাজার, পোষ্ট-জিনিতপুর, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে মিজমিজি মাদ্রাসা রোড, সিদ্ধিগঞ্জ, মোঃ ইউসুফ (২৭) পিতা-কাদের পাটোয়ারী, উত্তর রালদিয়া, (পাটোয়ারী বাডী) থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে মিজমিজি মাদ্রাসা রোড, (চার তলা মোড়ে সুমেলা বিলাশ) সিদ্ধিগঞ্জ।



ডিবির এসআই তারিকুল ইসলাম, এসআই শাকিব হাসান, এসআই আতিকুর রহমান ভুইয়া, এএসআই সেলিম উদ্দিন অভিযানের নেতৃত্ব দিয়েছেন।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলন এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।

যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা

জাগো বন্দর ২৪.নিউজ যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা 

শাকিলা আক্তার  ওরফে  মেরিনা বেগম (২৯) পিতা  আঃ সাওার বেপারী মাতা মোছা  জামিলা বেগম জেলা গাইবান্ধা থানা পলাশবাড়ী ডাকঘর  তালজামিরা এলাকায় বসবাসরত অবস্থায় উভয়  একই এলাকা থাকাকালীন  পিতা  রফিকুল ইসলাম  এর ছেলে 
 শরিফুল ইসলামের সাথে  ভাবে ইসলামী শরীয়ত মোতাবেক   বিবাহ   শফিকুল ৩লক্ষ টাক কাবিন করে ৭০ হাজার টাকা ধার্য করিয়া পারিবারিক আচার অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন করেন এবং  বিবাহ চলাকালীন সময়ে কনের পরিবার থেকে যৌতুক নিয়ে মেয়ে কে আসামীপক্ষ নিয়ে যায় 

বিবাহ সম্পূর্ণ হওয়ার পড় পড় ভুক্তভোগী পরিবার জানান  যৌতুকের জন্য পূনরায় আবার বেপরোয়া হয়ে উঠে শরিফুল ইসলাম যৌতুকের জন্য  নির্যাতন করিলে মেয়ের সুখে সংসারের কথায় চিন্তা করে যৌতুক লোভী স্বামীকে ব্যাবসার জন্য একলক্ষ ২০ হাজার টাকা  দেওয়া হয় সে টাকা আজ অবধি দেওয়া হয়না এছাড়াও পরিবার পক্ষ থেকে স্বর্ন অলংকার ফ্রীজ  সহ নামীদামী আসবাবপত্র দেওয়া হয়।

 তাহা দেওয়ার  শর্তে  শরিফুল ইসলাম কাবিনের ৩ লক্ষ টাকা  দাবি করে আসছে এর  ধারাবাহিকতায় গত একমাস পূর্বে যৌতুক লোভী স্বামী বাদীগনকে পূনরায় যৌতুক আনার জন্য শারীরিক নির্যাতন সহ মারধর করে 
এবং যৌতুক টাকা বাবার নিকট নিয়ে আসার  জন্য প্রাননাশের হুমকি প্রধান করে আসছে যৌতুক লোভী   
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে একটি গাজীপুরে জুডিসিয়াল ম্যাজিস্টের আদালত মামলা দায়ের করা হয় মামলা নং সি আর ০৫/২০২৩











    

সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে


বন্দর  থানা প্রতিনিধি :নাজমুল খন্দকার 


বন্দর প্রেসক্লাবের সামনে বন্দরের ২৭টি পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। বন্দরে বীরমুক্তিযোদ্ধা আশরাফ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরে মানবিক যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের র্তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি বলতে চাই খান মাসুদ বন্দরে সন্তান। মানবিক এ নেতা অসহায় ও নিপিড়িত মানুষের পাশে সব সময় দাঁড়ায়। দেশের দূর্যোগপূর্ন সময়ে এছাড়াও  সবসময় পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা্থাীদের ভোগান্তি কমাতে খানমাসুদকে ভূমিকা পালন করতে দেখা গেছে শুধু নেতা নয় সে স্রমিকবান্দব বটে 



  এ-সময়ে মানববন্ধনে  উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জব্বার সরদার,আব্দুল আজিজ,আলী আক্কাস মীর,শাহাজাদা পাঠান।  পপঞ্চায়েত কমিটির পক্ষ থেকে বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবন মিয়া, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম ১নং ওয়ার্ড মেম্বার ইমন আহম্মেদ বন্দরে যুবলীগ নেতা ডালিম হায়দার সহ স্থানীয় প্রমূখবৃন্দ 


সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

জাগো বন্দর ২৪.নিউজ রাত হলে নগরী হয়ে উঠে ভয়ংকর আতংকে থাকে নগর বাসী 

নারায়ণগঞ্জ বেশ কয়েকদিন দিন ধরে বাড়ছে ছুড়ি ছিনতাই নারায়ণগঞ্জ প্রাচীর ড্যন্ডি শহর শিল্প নগরীতে দিন যেমন তেমন রাত হলে শহর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে ছিনতাইয়কারীদের হাতে এতে আতংক বিরাজ করছে  পথচারী সহ ভিবিন্ন জেলা থেকে এসে কর্ম ছুটে আসা লোকদের সব্শ্ হাড়াতে বসছে বেশ কয়েজন ভুক্তভোগী জানান চাষাড়া প্রানকেন্দ্র শহীদ মিনারে এদের বসবাস করে মূলত এরা বিভিন্ন যায়গায় থেকে লোক এসে চায়ের দোকান গুলোতে বসে এখান থেকে মূলত টার্গেট করে ছিনতাইকারী এছাড়া ২নং ঘেট খানপুর মেট্র হল এি যায়গায় গুলোতে মূলতো বাস স্টপ হওয়ার কারনে যাএীদেদের টার্গেট করে সবকিছু ছুড়ি বা ধারালো অস্রের মুখে জিম্মি করে সব্স্ লুট করে এরা নিয়ে যায় 


রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

জাগো বন্দর ২৪.নিউজ রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে তীব্র ঠান্ডার মুখোমুখি সীমান্তের জেলা যশোরের জনসাধারণ। আজ (রোববার) সারাদেশের মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলায় আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (০৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে  পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না। দিনের তাপমাত্রা বাড়লে সেটা খুব অল্প সময়ের জন্য হবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। কুয়াশা খুবই সামান্য পরিমাণে কমলেও তাতে কোনো তাতে ঢাকার আকাশ পরিষ্কার হবে না।

তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত থাকতে পারে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।
 

Top