শাকিলা আক্তার ওরফে মেরিনা বেগম (২৯) পিতা আঃ সাওার বেপারী মাতা মোছা জামিলা বেগম জেলা গাইবান্ধা থানা পলাশবাড়ী ডাকঘর তালজামিরা এলাকায় বসবাসরত অবস্থায় উভয় একই এলাকা থাকাকালীন পিতা রফিকুল ইসলাম এর ছেলে
শরিফুল ইসলামের সাথে ভাবে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ শফিকুল ৩লক্ষ টাক কাবিন করে ৭০ হাজার টাকা ধার্য করিয়া পারিবারিক আচার অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন করেন এবং বিবাহ চলাকালীন সময়ে কনের পরিবার থেকে যৌতুক নিয়ে মেয়ে কে আসামীপক্ষ নিয়ে যায়
বিবাহ সম্পূর্ণ হওয়ার পড় পড় ভুক্তভোগী পরিবার জানান যৌতুকের জন্য পূনরায় আবার বেপরোয়া হয়ে উঠে শরিফুল ইসলাম যৌতুকের জন্য নির্যাতন করিলে মেয়ের সুখে সংসারের কথায় চিন্তা করে যৌতুক লোভী স্বামীকে ব্যাবসার জন্য একলক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় সে টাকা আজ অবধি দেওয়া হয়না এছাড়াও পরিবার পক্ষ থেকে স্বর্ন অলংকার ফ্রীজ সহ নামীদামী আসবাবপত্র দেওয়া হয়।
তাহা দেওয়ার শর্তে শরিফুল ইসলাম কাবিনের ৩ লক্ষ টাকা দাবি করে আসছে এর ধারাবাহিকতায় গত একমাস পূর্বে যৌতুক লোভী স্বামী বাদীগনকে পূনরায় যৌতুক আনার জন্য শারীরিক নির্যাতন সহ মারধর করে
এবং যৌতুক টাকা বাবার নিকট নিয়ে আসার জন্য প্রাননাশের হুমকি প্রধান করে আসছে যৌতুক লোভী
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে একটি গাজীপুরে জুডিসিয়াল ম্যাজিস্টের আদালত মামলা দায়ের করা হয় মামলা নং সি আর ০৫/২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন