ads

Responsive Advertisement
LATEST UPDATES

সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে


বন্দর  থানা প্রতিনিধি :নাজমুল খন্দকার 


বন্দর প্রেসক্লাবের সামনে বন্দরের ২৭টি পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। বন্দরে বীরমুক্তিযোদ্ধা আশরাফ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরে মানবিক যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের র্তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি বলতে চাই খান মাসুদ বন্দরে সন্তান। মানবিক এ নেতা অসহায় ও নিপিড়িত মানুষের পাশে সব সময় দাঁড়ায়। দেশের দূর্যোগপূর্ন সময়ে এছাড়াও  সবসময় পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা্থাীদের ভোগান্তি কমাতে খানমাসুদকে ভূমিকা পালন করতে দেখা গেছে শুধু নেতা নয় সে স্রমিকবান্দব বটে 



  এ-সময়ে মানববন্ধনে  উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জব্বার সরদার,আব্দুল আজিজ,আলী আক্কাস মীর,শাহাজাদা পাঠান।  পপঞ্চায়েত কমিটির পক্ষ থেকে বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবন মিয়া, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম ১নং ওয়ার্ড মেম্বার ইমন আহম্মেদ বন্দরে যুবলীগ নেতা ডালিম হায়দার সহ স্থানীয় প্রমূখবৃন্দ 


কোন মন্তব্য নেই:

 

Top