ads

Responsive Advertisement
LATEST UPDATES

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জ বন্দরে পুলিশের সোর্স ও মাদকব্যাবসায়ী তুষার গ্যাং বাহিনীর ছুরিকাঘাতে সাংবাদিক ইলিয়াস নিহত

জাগো বন্দর ২৪.নিউজঃবন্দরে পুলিশ সোর্সে ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সাংবাদিক নিহত, খুনি আটক


নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন আদমপুর এলাকায় পুলিশের সোর্স ও মাদক ব্যবসায়ী তুষার গংদের ছুরিকাঘাতে সাংবাদিক ইলিয়াস শেখ খুন হয়েছে।


১১ অক্টোবর রবিবার রাত পোনে ৮টার দিকে নিজ বাড়ি ফেরাত পথে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তুষার ও তার বাহিনী। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে গেলে সেখানে মৃত্যু ঘটে সাংবাদিক ইলিয়াসের ।


সাংবাদিক ইলিয়াস শেখ দৈনিক বিজয় পত্রিকার বন্দর থানা প্রতিনিধি ও বন্দর থানা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। ইলিয়াস বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে।


এসময় ইলিয়াসের মায়ের আহাজারিতে জিওধরা এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তিনি বিলাপ করে বলছে আমার পোলার কি দোষ ছিলো, কেন তারা আমার পোলারে মারলো। তোমরা কেউ সাংবাদিক হয়ো না।।


এদিকে হাসপাতালে ইলিয়াসের স্ত্রীর আহাজারিতে হাসপাতালে কেহই চোখের পানি ধরে রাখতে পারেনী।  তিনি বলেন আমার চার সন্তানের ভবিষ্যত কি হবে। আমি কিভাবে তাদের মানুষ করবো। 


এ ঘটনায় মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আজগর হোসেন জানান, আমরা খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি এবং সেই এলাকা থেকে হত্যার প্রধান আসামী তুষারকে পালিয়ে যাওয়ার সময় দৌড়ে গ্রেফতার করি এবং সেই সাথে হত্যায় ব্যবহ্নত ধারালো ছুরিটি উদ্ধার করেছি।


 


     

কোন মন্তব্য নেই:

 

Top