ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ভেড়ামারায় ভেড়ামারা-কুচিয়ামোড়া জিসি আল্লারদর্গা সড়কের মেরামত কাজের উদ্বোধন

জাগো বন্দর ২৪. নিউজঃ ভেড়ামারায় ভেড়ামারা-কুচিয়ামোড়া জিসি আল্লারদর্গা সড়কের মেরামত কাজের উদ্বোধন

মোঃ শেফাদুল ইসলাম চান্নু, ভেড়ামারা,কুষ্টিয়া। 
কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘ প্রত্যাশিত ভেড়ামারা-কুচিয়ামোড়া জিসি আল্লারদর্গা সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১১ (অক্টোবর) সকালে সড়কের নতুনহাট নামক স্থানে উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক আনছার আলীসহ আরো অনেকে।
এলজিইডির কুষ্টিয়া জেলা নির্বাহি প্রকৌশলী জাহিদুর রহমান জানান, ২০কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে ১৯ কিলোমিটার এ রাস্তাটির মেরামতের পাশাপাশি ২পাশে ৩ফুট করে চওড়া করে মোট ১৮ফুট চওড়া করা হবে।
রুর‌্যাল কানেন্টিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় অর্থ বরাদ্দ দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক বলেন, বর্তমানে করোনা সংঘবদ্ধ ধর্ষকবাহিনী, সংঘবদ্ধ দুর্নীতিবাজ, সংঘবদ্ধ লুটেরা এই চার মহামারীতে দেশ বিপর্যস্ত। এই চার মহামারীকে মোকাবিলা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, আমরা মনে করি, ধর্ষক বাহিনী দল বেঁধে ধর্ষণ করছে। এটা হচ্ছে জেলা- উপজেলায়, প্রশাসনের ছত্রছায়ায়, পুলিশের নাকের ডগায়, আওয়ামীলীগের ছাতার তলায় সংঘবদ্ধ গু-া বাহিনীর কারণে। 
পরে হাসানুল হক এমপি উপজেলা পরিষদে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রিড়া সামগ্রি বিতরণ করেন, উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।  
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ  ভেড়ামারা- রায়টা রাস্তাটির সংস্কার কাজ না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল এবং এলাকাবাসীকে প্রচন্ড কষ্টে যাতায়াত করতে করতো। এ রাস্তাটি মেরামত হলে সড়কটির পাশে অবস্থিত ৩টি কলেজ, ৬টি হাইস্কুল অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ৪টি ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে।

কোন মন্তব্য নেই:

 

Top